cupfinal

ওয়েবডেস্ক: বিশ্বকাপের অন্যতম আলোচিত দল উরুগুয়ে। দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা। কিন্তু যে কোনো কোচের কাছে পারফর্মেন্সই শেষ কথা। তা সে যত বড়োই তারকা খেলোয়াড় হন না কেন। আসন্ন বিশ্বকাপকে মাথায় রেখে তেমনই সিদ্ধান্ত নিলেন উরুগুয়ের বর্ষীয়ান কোচ অস্কার তাবারেজ। বিশ্বকাপের ২৩ জনের দলে কোচ বাদ দিলেন মাঝমাঠের অন্যতম তারকা খেলোয়াড় গাস্টন রামিরেজকে।

ramirez600

এই মুহূর্তে রামিরেজ ইতালির সাম্পদরিয়া ক্লাবের অন্যতম সদস্য। কিন্তু তাঁর গত মরশুমের পারফরমেন্স খুশি করতে পারেনি কোচকে। শুধু তাই নয়, একইসঙ্গে বাদ পড়েছেন সিয়াটেল সাউন্ডারসের নিকোলাস লোদেইরো এবং লা লিগায় ডেপরটিভোর তরুণ খেলোয়াড় ফেডেরিকো ভালভারদে। প্রত্যাশা মতোই দলের নেতৃত্বে রয়েছেন কাভানি, সুয়ারেজ। একটি সংবাদ সংস্থাকে এমনই জানিয়েছে উরুগুয়ের ফুটবল সংস্থা।

বিশ্বকাপের প্রস্তুতিতে শুক্রবার তারা মুখোমুখি হবে উজবেকিস্তানের।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here