porurufinal

ওয়েবডেস্ক: শনিবার প্রথম প্রি-কোয়ার্টারে মাঠে নামতে চলেছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিও মেসি। কিন্তু মেসি নামবেন অথচ ওপর মহাতারকা রোনাল্ডো বসে থাকবেন তা তো হয় না। তিনিও নামবেন। দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছে তাঁর দেশ পর্তুগাল। চলতি বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক রয়েছে তাঁর নামের পাশে। চারটি গোল করে এই মুহূর্তে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে যুগ্মভাবে রয়েছেন তিনি। এখন দেখার শেষমেশ দলকে সাফল্য এনে দিতে মাঠে কতটা বদ্ধপরিকর তিনি। রোনাল্ডো না সুয়ারেজ শেষ হাসি কে হাসবেন তা তো সময়ই বলবে।

তবে এই ম্যাচের আগে এখনও পর্যন্ত একে অপরের বিরুদ্ধে এই দু’দলের পরিসংখ্যান একবার দেখে নেওয়া যাক।

আন্তর্জাতিক স্তরে মোট দু’বার মুখোমুখি হয়েছে এই দু’দল। ১৯৬৬ সালে জিতেছিল পর্তুগাল এবং অন্যটি অমীমাংসিত।

বিশ্বকাপের ইতিহাসে অবশ্য এই প্রথম মুখোমুখি হতে চলেছে তারা।

ভারতীয় সময় খেলা শুরু রাত ১১:৩০।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here