sweden-world-cup

ওয়েবডেস্ক: বিশ্বকাপে ফুটবলের কোয়ার্টারে ফাইনালে শনিবার ইংল্যান্ডের মুখোমুখি হতে চলেছে সুইডেন। কিন্তু সেই ম্যাচে নামার আগেই বিপত্তি। সামারা-তে এই মুহূর্তে যে হোটেলে সুইডিশ টিম রয়েছে, সেখান থেকে রীতিমতো ‘সরিয়ে’ নেওয়া হল তাদের। ফলস ফায়ার অ্যালার্ম বাজা-কে কেন্দ্র করে হোটেলে দলের মধ্যে একটা চাঞ্চল্য লক্ষ্য করা যায়। ফলে পুরো টিমকে জরুরিকালীন তৎপরতায় লবিতে জড়ো করা হয়।

সকাল আটটা নাগাদ এই ঘটনাটি ঘটে। অবশ্য পুরো ব্যাপারটাই টেকনিক্যাল সমস্যার কারণে। এই ঘটনার পর একটি বিবৃতিতে এ কথা জানায় সুইডেন ফুটবল সংস্থা।

হোটেলের বাইরে তাদেরকে নিয়ে যাওয়া হলেও, মিনিট খানেক পর ফের হোটেলে নিয়ে আসা হয় পুরো দলকে। টিমের সবাই সুস্থই আছেন বলে জানানো হয়েছে।

তবে হোটেল ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে, এমন ঘটনার কারণ কেউ হয়তো ধূমপান করছিলেন অথবা ভুলবশত অ্যালার্ম বাজিয়ে দেন।

উল্লেখ্য, ১৯৯৪-র পর ফের বিশ্বকাপে কোয়ার্টার নামতে চলেছে সুইডিশরা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here