japanfinal

ওয়েবডেস্ক: আসন্ন বিশ্বকাপে গ্রুপ এইচ-য়ে এশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করছে জাপান। এশিয়ার অন্যতম সফল দল তারা। ২০০২ সালে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ ভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল। সেই বিশ্বকাপে শেষ ষোলোয় পৌঁছে ছিল তারা। এই নিয়ে পরপর ছ’টি বিশ্বকাপে আবির্ভাব হতে চলেছে তাদের। বিশ্বকাপে তেমন কোনো সাফল্য না থাকলেও চারবারের এশিয়ান চ্যাম্পিয়ন জাপানিরা। এ ছাড়াও এশিয়ার প্রথম দল হিসাবে ১৯৯৯ সালে কোপা আমেরিকা খেলেছে। বিশ্বকাপ শুরু হওয়ার দু’মাস আগে কোচ ভাহিদ হালিহোদচিচের জায়গায় কোচ করে আনা হয় বর্ষীয়ান আকিরা নিশিনোকে। ফলে বিশ্বকাপের আগে নতুন ভাবে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে তারা।

japan2final

এই মুহূর্তে জাপানের বেশ কিছু খেলোয়াড় ইউরোপের বড়ো দলগুলির নিয়মিত সদস্য। সবথেকে বেশি নজর থাকবে মিডফিল্ডের এবং দলের তারকা খেলোয়াড় শিনজি কাগাওয়ার ওপর। যিনি চলতি মরশুমে জার্মান দল বরুসিয়া ডরত্মুন্ডের অন্যতম স্তম্ভ। এছাড়াও  তাঁকে সঙ্গে দেওয়ার জন্য রয়েছেন কেইসুকে হন্ডা। ডিফেন্সের দায়িত্বে রয়েছেন দেশের হয়ে একশো ম্যাচ খেলা য়ুটো নাগাটোমো। অন্যদিকে স্ট্রাইকিংয়ে গোল করার দায়িত্বে রয়েছেন ইপিএলের অন্যতম তারকা খেলোয়াড় শিনজি ওকাজাকি।

বিশ্বকাপের প্রথম ম্যাচে তারা মুখোমুখি কলম্বিয়ার।

আরও পড়ুন: বিশ্বকাপ ২০১৮: কলম্বিয়া

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here