Home বইপত্তর স্বাধীনতা-পরবর্তী বাংলা ছোটগল্পের সমাজ ও সময়ের প্রতিফলন — আঠারোটি প্রবন্ধে বৈচিত্র্যে ভরপুর...

স্বাধীনতা-পরবর্তী বাংলা ছোটগল্পের সমাজ ও সময়ের প্রতিফলন — আঠারোটি প্রবন্ধে বৈচিত্র্যে ভরপুর সংকলন

book review

তাপস পাল

বাংলা ছোটগল্পের ধারাটি এত বৈচিত্রময় যে এই বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের এবং এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা যেতে পারে। এমনই একটি দিক নিয়ে আলোচনায় সমৃদ্ধ আঠারোটি প্রবন্ধের সংকলন প্রকাশিত হয়েছে সম্প্রতি। এই সংকলন গ্রন্থটির নাম স্বাধীনতা পরবর্তী বাংলা ছোটগল্পে সমাজ ও সময়ের দ্বন্দ্ব। ভারত স্বাধীন হওয়ার ৭৮তম বর্ষে প্রকাশিত এই বইটি বিশেষ উল্লেখের দাবি রাখে। ছোটগল্পের মধ্য দিয়ে যে-সমাজ, বিশেষ করে বাংলার সমাজের একটি সম্যক চিত্র পাওয়ার ক্ষেত্রে এই বইটি সহায়কের ভূমিকা পালন করেছে। প্রায় সব প্রবন্ধেই কোনও এক গল্পকারকে ধরে বা কোনও গল্পকে ধরে আলোচনা করে স্বাধীনতা-পরবর্তী সমাজ ও সময়কে বোঝার প্রয়াস পাওয়া হয়েছে।

এই সংকলনের একটি বিশেষ উল্লেখযোগ্য প্রবন্ধ হল তিন ছোটগল্পকারের গল্পের আধারে হাস্যরস। অনন্যা রায়ের লেখা প্রবন্ধে হাস্যরসের আলোকে বাংলার সমাজ ও সময়কে বোঝার যে-প্রয়াস, তা সত্যিই প্রশংনীয়। কথিত আছে, বাঙালি হাসতে জানে না। তবুও এ কথা মানতেই হবে, বাংলা ছোটগল্পে হাস্যরসের নানা উপাদান যেমন, হিউমার, স্যাটায়ার ও শ্লেষ ইত্যাদির সফল প্রয়োগ করেছেন বহু লেখক। এমনই তিনজন গল্পকারের গল্পকে বেছে নিয়েছেন অনন্যা রায়। এই তিন গল্পকার হলেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, প্রভাতকুমার মুখোপাধ্যায়, ও পরশুরাম। এই ত্রয়ী গল্পকারের গল্পকে একেবারে যথোপযুক্ত ভাবে নির্বাচিত করা হয়েছে প্রবন্ধটির জন্য। স্বাধীনতা-পরবর্তী সমাজ ও সময়ের প্রসঙ্গে যে-সব গল্প নিয়ে প্রধানত আলোচনা করা হতে পারে বলে সাধারণ ধারণা হয়, সেগুলি গুরু-গম্ভীর হবে বলেই ধরে নেওয়া হয়। হাস্যরসাত্মক গল্পের মাধ্যমেও যে তা আলোচনা করা যেতে পারে, এই কথা ভেবে প্রবন্ধের লেখক ভাবনার মৌলিকতার পরিচয় দিয়েছেন। উল্লেখ্য, আলোচ্য প্রবন্ধ সংকলটির মুখ্য সম্পাদকের দায়িত্বও সামলেছেন অনন্যা রায়।

আঠারোটি প্রবন্ধে বিষয়-বৈচিত্র যে আছে, এ কথা অনস্বীকার্য। প্রতিটি প্রবন্ধেই আলাদা-আলাদা গল্পকার ও বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তবে, সংকলনটিতে গল্পকার মহাশ্বেতা দেবীকে নিয়ে দুটি প্রবন্ধ আছে। একটি ড. রাজীবকুমার সাহা রচিত মহাশ্বেতার নকশালী গল্পের নবমূল্যায়ন, ও আরেকটি নিত্যানন্দ দাস রচিত প্রতিবাদী আদিবাসী নারীরা: প্রসঙ্গ মহাশ্বেতা দেবীর ‘দ্রৌপদী’ ও ‘বাঁয়েন’। মহাশ্বেতা দেবী অবশ্যই স্বাধীনতা-পরবর্তী বাংলা ছোটগল্প বা বলতে গেলে বাংলা ছোটগল্পের সমগ্র ইতিহাসেই অন্যতম এক উল্লেখযোগ্য গল্পকার। তবু তাঁকে নিয়েই দুটি প্রবন্ধ জায়গা পাওয়ায়, সংকলনটির বৈচিত্র অতি কিঞ্চিত মাত্রায় ক্ষুণ্ণ হয়েছে বলে মনে হয়।
ড. মনমোহন দেবনাথ রচিত প্রবন্ধ উত্তরপূর্ব ভারতের নির্বাচিত বাংলা গল্পে দেশভাগ পরবর্তী অস্থির সময় ও সমাজের প্রতিফলন-কে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তকে সাধুবাদ জানাতেই হয়। কারণ যে-সময়কালকে ধরে প্রবন্ধগুলি রচিত হয়েছে, সেই সময়কালে উত্তর-পূর্ব ভারতে বহু ছোটগল্প লেখা হয়েছে, এবং সেগুলির মধ্যে বেশ কয়েকটি গল্প তো সাহিত্যের বিচারে রসোত্তীর্ণ হয়েছে বলাই যায়। ড. দেবনাথ তাঁর প্রবন্ধটি রচনা করার জন্য যে-গল্পগুলি বেছে নিয়েছেন, সেগুলি হল দেবব্রত চৌধুরীর আব্বাজানের হাড়: একটি প্রামাণ্য দলিল; অরিজিৎ চৌধুরীর আগুন ও উষালগ্ন; দেবীপ্রসাদ সিংহের সীমান্তের ওপরে থমকে থাকা পা; জ্যোতির্ময় সেনগুপ্তের শিকড়ের নথিপত্র; বিমল চৌধুরীর অনুভাব ও হিজলখালের কান্না; সুখময় ঘোষের সুরবালার নতুন স্বদেশ; ভীষ্মদেব ভট্টাচার্যের বাঁশের বুকে ফুল ও নাজমা মা হল; সুবিমল রায়ের মরাগাঙ; ও হরিভূষণ পালের নন্দ তেলির শিশিবোতল।

ভারতের স্বাধীনতার সঙ্গে আরও একটি করুণ ঐতিহাসিক ঘটনাও সংঘটিত হয়েছিল। তা হল দেশভাগ। তাই স্বাধীনতা-পরবর্তী সময়কালের আলোকে বাংলা ছোটগল্প নিয়ে আলোচনা করতে হলে অবধারিত ভাবে এসে পড়ে দেশভাগের প্রসঙ্গও। এই দিকটিই বিশেষ ভাবে আলোচিত হয়েছে ড. দেবনাথের প্রবন্ধে। গল্পগুলি নিয়ে আলোচনা প্রসঙ্গে তিনি দেখিয়েছেন স্বাধীনতার পর উত্তরপূর্ব ভারতে, বিশেষ করে অসম ও ত্রিপুরার বাঙালিদের অবস্থা। আলোচ্য সংকলটিতে বেশির ভাগ প্রবন্ধেই যে-গল্পগুলি নিয়ে আলোচনা করা হয়েছে, সেগুলি মূলত পশ্চিমবঙ্গের সমাজ ও সময়কে তুলে ধরেছে। শুধুমাত্র ড. দেবনাথের প্রবন্ধই উত্তরপূর্বের গল্প আলোচিত হয়েছে। এই বিষয়ক আরও কয়েকটি প্রবন্ধ থাকলে সংলনটি আরও সমৃদ্ধ হত বলে মনে হয়। এই সংকলনে বাংলাদেশের কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের লেখা নিয়েও আলোচনা করা হয়েছে। তাই বাংলার ও বাঙালির আরও এক ভূখণ্ডও জায়গা পাওয়ায় সংকলনটি পরিপূর্ণ হয়ে উঠতে পারলেও, বাংলাদেশের গল্প ও গল্পকার নিয়েও আরও কয়েকটি প্রবন্ধ থাকলে আরও ভাল হত।

পরিশেষে এ কথা বলতেই হয় যে, যে-কোনও কাজকেই আরও সম্প্রসারিত করা যায়। তাই পাঠক হিসাবে আমাদের আশা, আলোচ্য প্রবন্ধ সংকলনের আরও কিছু সংকলন প্রকাশিত হবে আরও কিছু বিষয়কে সংযোজিত করে। ড. রামেন্দ্র দাস সম্পাদিত এই সংকলন গ্রন্থটি বাংলা প্রবন্ধ সাহিত্যের জগতে একটি দিশা দেখাতে পারবে বলে মনে হয়।

বইয়ের নাম- স্বাধীনতা পরবর্তী বাংলা ছোটগল্পে সমাজ ও সময়ের দ্বন্দ্ব
মুখ্য সম্পাদক- অনন্যা রায়
সম্পাদক- ড. রামেন্দ্র দাস
প্রকাশক- ইউনাইটেড বুকস, কলকাতা
মূল্য- ৩০০ টাকা মাত্র

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version