Home শিল্প-বাণিজ্য কলকাতার পোদ্দার কোর্টে চালু হল বন্ধন ব্যাঙ্কের নতুন শাখা

কলকাতার পোদ্দার কোর্টে চালু হল বন্ধন ব্যাঙ্কের নতুন শাখা

0

বৃহস্পতিবার দেশের তিন রাজ্যে মোট ৯টি নতুন শাখা চালু করল বন্ধন ব্যাঙ্ক। এর মধ্যে কলকাতায় একটি শাখা খোলা হয়েছে, পাশাপাশি উত্তরপ্রদেশে ছয়টি এবং মহারাষ্ট্রে দুটি শাখাও আজ খোলা হয়েছে। কলকাতার নতুন শাখাটি পোদ্দার কোর্ট অঞ্চলে ৪৩, উইলিয়াম কেরি সরণিতে অবস্থিত।

বন্ধন ব্যাঙ্কের এমডি ও সিইও পার্থপ্রতিম সেনগুপ্ত, ব্যাঙ্কের অন্যান্য সিনিয়র সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে, কলকাতার এই নতুন শাখার উদ্বোধন করেন। সেই সঙ্গে তিনি এক্সিকিউটিভ ডিরেক্টর রাজিন্দর কুমার বব্বারের উপস্থিতিতে ডিজিটাল মাধ্যমে বাকি আটটি শাখারও উদ্বোধন করেন।

ব্যাঙ্কের কর্মকর্তারা জানান, সারা দেশে নিজেদের উপস্থিতি বাড়াতে এবং বৈচিত্র্য আনতে ব্রাঞ্চ নেটওয়ার্ক শক্তিশালী করছে বন্ধন ব্যাঙ্ক। এর মাধ্যমে গ্রাহকদের কাছে আরও সহজে আধুনিক ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দেওয়া যাবে। নতুন এই শাখাগুলি যোগ হওয়ার ফলে, সারা দেশে ৬ হাজার ৩০০-র বেশি ব্যাঙ্কিং আউটলেটের মজবুত নেটওয়ার্কের মাধ্যমে বন্ধন ব্যাঙ্ক গ্রাহকদের পরিষেবা দেবে। পশ্চিমবঙ্গে এখন বন্ধন ব্যাংকের মোট ১৭২০টি ব্যাঙ্কিং আউটলেট আছে।

এই বিশেষ মুহূর্তে, বন্ধন ব্যাঙ্কের এমডি ও সিইও পার্থপ্রতিম সেনগুপ্ত বলেন, “আমরা পশ্চিমবঙ্গের কলকাতা সহ তিনটি রাজ্য নয়টি নতুন ব্রাঞ্চ খুলতে পেরে অত্যন্ত আনন্দিত। আমাদের ব্রাঞ্চ নেটওয়ার্কের এই সম্প্রসারণের মাধ্যমে আমরা আরও দক্ষতার সঙ্গে গ্রাহকদের পরিষেবা দিতে পারব। আমাদের ব্যবসা বৃদ্ধির অঙ্গীকারের এক গুরুত্বপূর্ণ অংশ হিসাবে, আমরা সারা দেশে আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছানোর লক্ষ্যে ব্রাঞ্চ নেটওয়ার্ক সম্প্রসারণের চেষ্টায় রত। আমরা সর্বদা গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী আধুনিক সমাধান প্রদান করার প্রতি মনোযোগী।“

বন্ধন ব্যাঙ্ক বর্তমানে দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ৩৫টিতেই উপস্থিত রয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version