Home শিল্প-বাণিজ্য চতুর্থ ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের বড় সাফল্য: নিট লাভ ২৭৪৫ কোটি, ব্যবসায় ১১%...

চতুর্থ ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের বড় সাফল্য: নিট লাভ ২৭৪৫ কোটি, ব্যবসায় ১১% বৃদ্ধি

বন্ধন ব্যাঙ্ক

2024-25 আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকের আর্থিক ফলাফল প্রকাশ করল বন্ধন ব্যাঙ্ক। মঙ্গলবার প্রকাশিত এই রিপোর্ট অনুযায়ী, ব্যাঙ্কের মোট ব্যবসা গত বছরের তুলনায় ১১% বেড়ে দাঁড়িয়েছে ২.৮৮ লক্ষ কোটি টাকায়। নিট লাভ হয়েছে ২৭৪৫ কোটি টাকা, যা ব্যাঙ্কের ক্রমবর্ধমান গ্রাহক ভিত্তি ও পরিচালন দক্ষতার পরিচায়ক।

চলতি ত্রৈমাসিকে ব্যাঙ্কের আমানত বেড়ে ১.৫১ লক্ষ কোটি টাকা হয়েছে, যা বার্ষিক ১২% বৃদ্ধির ইঙ্গিত দেয়। পাশাপাশি অ্যাডভান্স পৌঁছেছে ১.৩৭ লক্ষ কোটি টাকায়। উল্লেখযোগ্যভাবে, কাসা অনুপাত বর্তমানে ৩১.৪%, যা গ্রাহকদের আস্থা এবং ব্যাঙ্কের স্বচ্ছলতা প্রতিফলিত করে।

সুস্থ আর্থিক ভিত্তির প্রমাণ হিসেবে ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও (সিএআর) এখন ১৮.৭%— যা নিয়ন্ত্রক নির্ধারিত মানের অনেকটাই উপরে।

বন্ধন ব্যাঙ্কের এমডি ও সিইও শ্রী পার্থ প্রতিম সেনগুপ্ত জানান, “আমাদের শক্ত ভিতের উপর দাঁড়িয়ে থাকা এই সাফল্য দৃঢ় গভার্নেন্স, যথাযথ রিস্ক ম্যানেজমেন্ট এবং স্টেকহোল্ডারদের বিশ্বাসের ফসল। ‘বন্ধন ব্যাঙ্ক 2.0’-এর রূপায়ণে আমরা গ্রাহক-কেন্দ্রিক ডিজিটাল সমাধান, নেটওয়ার্ক সম্প্রসারণ, অ্যাসেট ডাইভার্সিফিকেশন এবং গ্রাহক অভিজ্ঞতা উন্নয়নে কাজ করছি।”

বর্তমানে বন্ধন ব্যাঙ্ক ভারতজুড়ে ৬৩০০টিরও বেশি ব্যাঙ্কিং আউটলেটের মাধ্যমে ৩.১৫ কোটি গ্রাহককে পরিষেবা দেয়। কর্মরত রয়েছেন প্রায় ৭৫,০০০ কর্মী।

ব্যাঙ্কের মূল লক্ষ্য, রিটেল ব্যবসার সম্প্রসারণের মাধ্যমে অ্যাসেট ডাইভার্সিফিকেশন নিশ্চিত করা এবং ডিজিটাল প্রযুক্তির সাহায্যে উৎপাদনশীলতা ও গ্রাহক সন্তুষ্টি আরও বাড়িয়ে তোলা।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version