Home শিল্প-বাণিজ্য উৎসবের মরসুমে গাড়ি ও সম্পত্তি ঋণের সুদ কমাল ব্যাঙ্ক অফ বরোদা

উৎসবের মরসুমে গাড়ি ও সম্পত্তি ঋণের সুদ কমাল ব্যাঙ্ক অফ বরোদা

Bank of Baroda

উৎসবের মরসুমে গ্রাহকদের জন্য বড় ঘোষণা করল পাবলিক সেক্টর ঋণদাতা ব্যাঙ্ক অফ বরোদা (BoB)। গাড়ি ও সম্পত্তি ঋণের সুদের হার কমানো হয়েছে। এই হ্রাসকৃত হার কার্যকর হয়েছে অবিলম্বে।

ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, আরবিআই-এর নীতিগত রেপো রেটে ১০০ বেসিস পয়েন্ট হ্রাসের পরেও, উৎসব উপলক্ষে অতিরিক্তভাবে সুদের হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে নতুন গাড়ি কেনার ক্ষেত্রে ব্যাঙ্ক অফ বরোদার ফ্লোটিং সুদের হার এখন থেকে বার্ষিক ৮.১৫% থেকে শুরু হবে, যা আগে ছিল ৮.৪০%।

এছাড়া, সম্পত্তির উপর নেওয়া ঋণের (Baroda Mortgage Loan) সুদের হারও কমিয়ে দেওয়া হয়েছে। আগে এই হার ছিল বার্ষিক ৯.৮৫%, এখন তা নেমে এসেছে ৯.১৫%।

ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, আবেদনকারীরা ব্যাঙ্কের ডিজিটাল লেন্ডিং প্ল্যাটফর্ম Baroda Digital Car Loan-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন বা সরাসরি শাখায় গিয়েও ঋণ নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

তদুপরি, ব্যাঙ্ক অফ বরোদা স্থির সুদের হারের বিকল্পও দিচ্ছে, যা ব্যাঙ্কের ৬ মাসের MCLR-এর সঙ্গে যুক্ত। এই হারের শুরু ৮.৬৫% বার্ষিক থেকে।ব্যাঙ্ক অফ বরোদার এক্সিকিউটিভ ডিরেক্টর সঞ্জয় মুদলিয়ার বলেছেন, “উৎসবের মরসুম নতুন সূচনার সময়। অনেক পরিবার এই সময় নতুন গাড়ি কেনার ইচ্ছে পূরণ করতে চান। ব্যাঙ্ক অফ বরোদা-র এই বিশেষ অফারের ফলে গাড়ি কেনা আরও সুলভ হবে। পাশাপাশি, সম্পত্তি ঋণের ক্ষেত্রেও সুদ হ্রাসের ফলে গ্রাহকরা আরও বেশি সুবিধা পাবেন। সিবিল স্কোরের ভিত্তিতে ৫৫ বেসিস পয়েন্ট থেকে ৩০০ বেসিস পয়েন্ট পর্যন্ত ছাড় পাওয়া যাবে।”

সূত্র: জি নিউজ

আরও পড়ুন: সেপ্টেম্বর পর্যন্ত সুযোগ! Indian Bank, IDBI ও SBI-র বিশেষ FD-তে মিলছে সর্বোচ্চ ৭.৪৫% সুদ

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version