কলকাতা: পশ্চিমবঙ্গে পেনশন বিতরণে উল্লেখযোগ্য পদক্ষেপ নিল ব্যাঙ্ক অফ বরোদা। সম্প্রতি “দ্য এমপ্লয়িজ পেনশন স্কিম-১৯৯৫”-এর আওতায় ব্যাঙ্কটি পেনশন বিতরণকারী ব্যাঙ্ক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে। ব্যাঙ্ক অফ বরোদা, কলকাতা জোন এবং ইপিএফও, কলকাতা আঞ্চলিক অফিসের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
২৯ নভেম্বর, ২০২৪ তারিখে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্চলিক পিএফ কমিশনার কৃষ্ণ শংকর এবং ব্যাঙ্ক অফ বরোদার জেনারেল ম্যানেজার এবং জোনাল হেড সঞ্জয় কে তিওয়ারি।
এই চুক্তির ফলে পশ্চিমবঙ্গের পেনশনভোগীরা উপকৃত হবেন। রাজ্যজুড়ে ব্যাঙ্ক অফ বরোদার প্রায় ৩০০টি শাখা এবং ৪০০টি এটিএম নেটওয়ার্ক রয়েছে। এটি পেনশনভোগীদের মাসিক পেনশন তোলা, নথিপত্র জমা দেওয়ার মতো কাজে সহায়তা করবে।
অনুষ্ঠানে সঞ্জয় কে তিওয়ারি বলেন, ‘‘এটি ব্যাঙ্ক অফ বরোদার জন্য গর্বের মুহূর্ত এবং পশ্চিমবঙ্গের পেনশনভোগীদের জন্য বড় সুবিধা। আমাদের ব্যাঙ্ক সেবা প্রদানে সর্বদা অগ্রণী এবং এই চুক্তির মাধ্যমে পেনশন বিতরণে গ্রাহকদের আরও ভালোভাবে সহায়তা করতে পারবে।’’
আঞ্চলিক পিএফ কমিশনার কৃষ্ণ শংকর বলেন, ‘‘১৯৯৫ সালে চালু হওয়া এমপ্লয়িজ পেনশন স্কিম (ইপিএস) কর্মচারীদের অবসরকালীন নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও, বিধবা, শিশু এবং এতিমদের জন্যও এই স্কিমের আওতায় বিশেষ পেনশনের ব্যবস্থা রয়েছে, যা পেনশনভোগীর পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করে।’’
এই চুক্তির মাধ্যমে পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় ও রাজ্য পিএসইউ, পৌরসভা এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কর্মচারীরা সরাসরি উপকৃত হবেন।