Home শিল্প-বাণিজ্য কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

Godrej Capital Launches Housing Finance Subsidiary Branch

গোদরেজ ইন্ডাস্ট্রিজ গ্রুপের আর্থিক পরিষেবা সংস্থা গোদরেজ ক্যাপিটাল তাদের সহযোগী সংস্থা গোদরেজ হাউসিং ফিন্যান্স (GHF)-এর মাধ্যমে পূর্ব ভারতে ব্যবসা সম্প্রসারণের প্রথম পদক্ষেপ নিল। আজ কলকাতায় সংস্থার প্রথম হাউসিং ফিন্যান্স শাখার উদ্বোধন হল, যা পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে গোদরেজ হাউসিং ফিন্যান্সের উপস্থিতি শক্তিশালী করার নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতার নতুন এই শাখা হবে গোদরেজ হাউসিং ফিন্যান্সের পূর্বাঞ্চলীয় কার্যক্রমের কেন্দ্রবিন্দু—যেখানে গ্রাহকদের দেওয়া হবে সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর হোম লোন পরিষেবা। পাশাপাশি, স্থানীয় রিয়েল এস্টেট ডেভেলপার ও পার্টনারদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তোলারও পরিকল্পনা রয়েছে।

প্রতিযোগিতামূলক হারে হোম লোন

গোদরেজ হাউসিং ফিন্যান্স জানিয়েছে, তাদের হোম লোনের সুদের হার শুরু হবে ৭.৭৫% বার্ষিক থেকে। যোগ্য বেতনভুক্ত পেশাদাররা ৯০% পর্যন্ত লোন-টু-ভ্যালু অনুপাত এবং সর্বোচ্চ ৩০ বছরের মেয়াদে ঋণ নিতে পারবেন। এতে প্রথমবারের হোম বায়ার ও মধ্যবিত্ত পরিবারের কাছে বাড়ি কেনা হবে আরও সহজলভ্য।

গ্রাহকদের জন্য থাকছে কাস্টমাইজড রিপেমেন্ট অপশন এবং AI-চালিত ঋণ প্রক্রিয়া, যা আবেদন থেকে অনুমোদন পর্যন্ত সময়কে উল্লেখযোগ্যভাবে কমাবে। পার্টনার ও এজেন্টদের জন্য সংস্থা এনেছে ডিজিটাল এনগেজমেন্ট টুল এবং ইনসেনটিভ স্কিম, যাতে সহযোগিতার পরিবেশ আরও মজবুত হয়।

মহিলাদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’

গোদরেজ হাউসিং ফিন্যান্স এবার মহিলা গ্রাহকদের জন্য চালু করছে বিশেষ হোম লোন পণ্য—‘আরোহী হোম লোন’। এই স্কিমে থাকবে কম সুদের হার, স্বাস্থ্যবিমা সুবিধা এবং ন্যূনতম প্রসেসিং ফি। প্রথমবার বাড়ি কিনতে ইচ্ছুক বা নিজের বাড়ি আপগ্রেড করতে চাওয়া নারীদের জন্য এই স্কিম তৈরি করা হয়েছে। সংস্থার বক্তব্য—এটি নারীদের আর্থিক স্বনির্ভরতা ও সম্পত্তির অধিকার নিশ্চিত করতে সহায়ক হবে।

সংস্থার বক্তব্য

সংস্থার এমডি ও সিইও মনীশ শাহ বলেন, “কলকাতা ভারতের অন্যতম গতিশীল আবাসন বাজার। এখানে ঐতিহ্য আর আধুনিকতার মিলন ঘটেছে। আমরা চাই, বাড়ি কেনার অভিজ্ঞতা যেন হয় সম্পূর্ণ স্বচ্ছ, নির্ভরযোগ্য ও চিন্তামুক্ত। গ্রাহকদের চাহিদা বোঝার ক্ষমতা, বিশ্বস্ত ডেভেলপারদের সঙ্গে পার্টনারশিপ এবং সহজ হোম ফাইন্যান্সিংয়ের মাধ্যমে আমরা পূর্ব ভারতের হাউসিং ইকোসিস্টেমে নতুন মান যোগ করতে চাই।”

পরিকাঠামো উন্নয়নে বাড়ছে আবাসন চাহিদা

কলকাতার শহুরে পরিকাঠামো দ্রুত পরিবর্তন হচ্ছে। চলমান শিয়ালদহ–এসপ্লানেড নোয়াপাড়া–এয়ারপোর্ট মেট্রো সম্প্রসারণ, এবং কোনা এক্সপ্রেসওয়ে এলিভেটেড করিডর প্রকল্প শহরের গতিশীলতাকে আরও ত্বরান্বিত করবে। এসব উন্নয়ন বারাসত, মধ্যমগ্রাম ও জোকা-র মতো নতুন আবাসন অঞ্চলে চাহিদা বাড়াচ্ছে।

এই পরিবর্তনশীল বাজারে গোদরেজ হাউসিং ফিন্যান্স তাদের প্রতিযোগিতামূলক পণ্য ও গ্রাহককেন্দ্রিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চায়।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version