জিএসটি কাঠামোয় এল বড় পরিবর্তন। ৫৬তম বৈঠকের প্রথম দিনেই কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ঐকমত্যে স্থির হয়েছে, এবার থেকে জিএসটি-তে থাকবে মাত্র তিনটি স্ল্যাব—
- ৫ শতাংশ
- ১৮ শতাংশ
- বিশেষ স্ল্যাব ৪০ শতাংশ (বিলাসবহুল পণ্যের জন্য)
পঞ্জাবের মন্ত্রী হরপাল সিং চিমা বৈঠকের পর সাংবাদিকদের জানান, “এখন তিনটি স্ল্যাব থাকবে—৫%, ১৮% এবং একটি বিশেষ স্ল্যাব। একটি স্ল্যাব বাদ দেওয়া হয়েছে। আমরা ক্ষতিপূরণ সেস বাড়ানোর দাবি তুলেছিলাম, কিন্তু কেন্দ্র রাজি হয়নি।”
হিমাচল প্রদেশের মন্ত্রী রাজেশ ধর্মানি-ও এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করে বলেন, “সবাই সর্বসম্মতভাবে জিএসটি রেট সংস্কারের পক্ষে মত দিয়েছেন। ১২% এবং ২৮% স্ল্যাব বাতিল হয়েছে। বিলাসবহুল পণ্যে ৪০% হারে কর দিতে হবে।”
হিমাচল প্রদেশের আর এক মন্ত্রী এবং জিএসটি কাউন্সিল সদস্য হর্ষবর্ধন চৌহান জানান, “সবার উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের উপরে চাপ কমানো। তাই একসঙ্গে সবাই জিএসটি সংস্কারের পক্ষে ভোট দিয়েছেন।”
চলতি মাসের ২২ তারিখ থেকে ই নতুন কর কাঠামো কার্যকর হবে। এর ফলে ১৭৫টি পণ্যের দাম কমবে । বিশেষজ্ঞদের মতে, সাধারণ মানুষের জন্য স্বস্তি মিললেও বিলাসপণ্যের ক্ষেত্রে বাড়তি চাপ তৈরি হবে।