Home শিল্প-বাণিজ্য মার্কিন শুল্কের শঙ্কায় ভারতের ফার্মা রপ্তানি, ৯০০ কোটি ডলারের বাজারে বিপদ!

মার্কিন শুল্কের শঙ্কায় ভারতের ফার্মা রপ্তানি, ৯০০ কোটি ডলারের বাজারে বিপদ!

মার্কিন শুল্কের সম্ভাবনা নিয়ে ভারতীয় ফার্মা রপ্তানিকারকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয় ফার্মা রপ্তানিকারকদের সঙ্গে সক্রিয় আলোচনায় বসেছে।

বৃহস্পতিবার (মার্কিন সময়) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফার্মা আমদানির উপর “অদেখা মাত্রার” শুল্ক আরোপের ইঙ্গিত দেন। এরপর থেকেই কেন্দ্রীয় সরকার বিষয়টি নিয়ে রপ্তানিকারকদের সঙ্গে আলোচনা শুরু করেছে। ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি ভারতীয় ফার্মা শিল্পে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

মার্কিন বাজারে ভারতের নির্ভরতা

মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের ফার্মা রপ্তানির একটি গুরুত্বপূর্ণ বাজার। ভারতের জেনেরিক ওষুধের প্রায় ৪০ শতাংশ মার্কিন বাজারে রপ্তানি হয়। বছরে প্রায় ৯ বিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ৯০০ কোটি ডলারের ফার্মা রপ্তানি মার্কিন যুক্তরাষ্ট্রে হয়ে থাকে।

শুল্কের সম্ভাব্য প্রভাব

ছোট আকারের শুল্ক আরোপ বড় সমস্যা না হলেও বড় পরিসরে শুল্ক চাপালে ভারতীয় ফার্মা সংস্থাগুলির লাভের মার্জিনে বড় ধরনের প্রভাব পড়তে পারে। এতে শুধু রপ্তানিকারকরাই নয়, মার্কিন ভোক্তারাও সমস্যায় পড়তে পারেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

শেয়ারবাজারে ধস

এই খবরে ভারতের শেয়ারবাজারে ফার্মা সংস্থাগুলোর শেয়ারের মূল্য হ্রাস পেতে শুরু করেছে। শুক্রবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (NSE) অরবিন্দো ফার্মা, লরুস ল্যাবস, আইপিসিএ ল্যাবরেটরিজ এবং লুপিনের শেয়ার ৮ শতাংশ পর্যন্ত পতন হয়েছে।

আগের দিন স্বস্তি

গত ৩ এপ্রিলের লেনদেনে ফার্মা শেয়ারের দামে কিছুটা স্বস্তি দেখা গিয়েছিল। তখন হোয়াইট হাউসের ঘোষণায় ফার্মা পণ্যের উপর শুল্ক আরোপ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সাম্প্রতিক ট্রাম্পের মন্তব্যের পর ফার্মা সংস্থাগুলোর মধ্যে আবার উদ্বেগ তৈরি হয়েছে।

সরকারের পদক্ষেপ

সরকার ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং রপ্তানিকারকদের সঙ্গে আলোচনা করে সম্ভাব্য প্রভাব ও ঝুঁকি মোকাবিলার উপায় খুঁজছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version