শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৫) তিনটি সরকারি ব্যাংকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই)। নিয়ম ভঙ্গের অভিযোগে আরবিআই এই ব্যাংকগুলোর উপর কড়া নজরদারি চালিয়ে মোট ৬.০৪ কোটি টাকা জরিমানা করেছে।
কোন কোন ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে?
- জম্মু ও কাশ্মীর ব্যাংক – ৩.৩১ কোটি টাকা জরিমানা
- ক্যানাড়া ব্যাংক – ১.৬৩ কোটি টাকা জরিমানা
- ব্যাংক অফ ইন্ডিয়া – ১ কোটি টাকা জরিমানা
কেন জরিমানা করা হল?
- ক্যানাড়া ব্যাংক: প্রাইওরিটি সেক্টর লোন, আমানতের সুদের হার এবং আর্থিক অন্তর্ভুক্তির নীতিগুলি অনুসরণ না করার জন্য ১.৬৩ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
- ব্যাংক অফ ইন্ডিয়া: নির্ধারিত সময়সীমার মধ্যে শিক্ষা ও সচেতনতা তহবিলে অর্থ স্থানান্তর না করায় ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
- জম্মু ও কাশ্মীর ব্যাংক: কেওয়াইসি (KYC) নিয়ম যথাযথভাবে না মানার কারণে ৩.৩১ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
আরবিআই এই ব্যবস্থা কেন নিল?
রিজার্ভ ব্যাংকের প্রধান উদ্দেশ্য ভারতের ব্যাংকিং ব্যবস্থা নিরাপদ, স্বচ্ছ ও স্থিতিশীল রাখা। কোনো ব্যাংক যদি নিয়ম লঙ্ঘন করে, তাহলে আরবিআই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। যাতে গ্রাহকদের আস্থা অটুট থাকে এবং আর্থিক ব্যবস্থার অপব্যবহার রোধ করা যায়।
গ্রাহকদের কী হবে?
এই ধরনের জরিমানার ফলে গ্রাহকদের উপর কোনো প্রভাব পড়ে না। তবে, যদি কোনো ব্যাংকের লাইসেন্স বাতিল করা হয় বা তার কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তখন গ্রাহকদের সমস্যা হতে পারে।