বুধবার ভারতীয় শেয়ার বাজারে ব্যাপক ওঠাপড়ার দেখা মিলল। দিনের শুরুতেই তীব্র বিক্রির চাপ থাকলেও, ধীরে ধীরে বাজার ঘুরে দাঁড়ায় এবং সেনসেক্স ও নিফটি ফিফটি স্থিতিশীলভাবে বন্ধ হয়।
মূলত, আর্থিক খাতে লাভের কারণে বাজার পুনরুদ্ধার ঘটে, যদিও ফার্মা ও তথ্যপ্রযুক্তি খাতে মন্দা ছিল। বিশেষজ্ঞদের মতে, আমদানি শুল্ক নিয়ে অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা আর্থিক খাতে বেশি বিনিয়োগ করেছেন।
নিফটি ফিফটি সূচক দিনের মধ্যে ১১৮ পয়েন্ট পুনরুদ্ধার করে ২২,৯৩২ পয়েন্টে পৌঁছায়, যা আগের দিনের তুলনায় ০.০৫ শতাংশ কম। অন্যদিকে, সেনসেক্স সাড়ে তিনশো পয়েন্টের বেশি পুনরুদ্ধার করে ৭৫,৯৩৯ পয়েন্টে বন্ধ হয়, যা আগের দিনের চেয়ে ০.০৩৭ শতাংশ কম।
বিস্তৃত বাজারে তুলনামূলকভাবে ভালো পারফরম্যান্স দেখা গেছে। বিনিয়োগকারীরা যেসব শেয়ার বিক্রির চাপে পড়েছিল, সেগুলিতে পুনরায় বিনিয়োগ করেছেন। এর ফলে নিফটি মিডক্যাপ ১০০ সূচক ১.৫৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫০,৫২৭-এ পৌঁছায়, আর নিফটি স্মলক্যাপ ১০০ সূচক ২.৩৬ শতাংশ বেড়ে ১৫,৫২৫-এ বন্ধ হয়।
তথ্যপ্রযুক্তি খাতে বিক্রির চাপ পড়ে, কারণ ফরাসি তথ্যপ্রযুক্তি সংস্থা Capgemini তাদের প্রত্যাশার চেয়ে দুর্বল আর্থিক ফলাফল প্রকাশ করেছে। অন্যদিকে, ফার্মা শেয়ারের দাম কমে যায়, কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওষুধ আমদানির উপর নতুন শুল্ক বসানোর হুমকি দিয়েছেন।
নিফটি আইটি সূচক ১.২৬ শতাংশ কমে যায়, আর ফার্মা সূচক ০.৭০ শতাংশ হ্রাস পায়। তবে, কিছু সূচক বাজারে ভালো পারফরম্যান্স দেখিয়েছে। রিয়েলটি সূচক ১.৬৭ শতাংশ বৃদ্ধি পেয়ে সেরা পারফর্মার ছিল, মিডিয়া ১.৩৩ শতাংশ বেড়েছে। এছাড়া, পিএসইউ ব্যাঙ্ক এবং মেটাল সূচক যথাক্রমে ১.৩৩ শতাংশ ও ১.২৫ শতাংশ বৃদ্ধি পেয়ে বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করেছে।