Home গাড়ি ও বাইক ভারতে লঞ্চ হল ২০২৫ হোন্ডা ইউনিকর্ন, জানুন দাম, নতুন ফিচার ও স্পেসিফিকেশন

ভারতে লঞ্চ হল ২০২৫ হোন্ডা ইউনিকর্ন, জানুন দাম, নতুন ফিচার ও স্পেসিফিকেশন

0

নিজেদের মডেল লাইনআপে আপডেট আনতে কাজ চালিয়ে যাচ্ছে হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া (Honda Motorcycle & Scooter India)। সম্প্রতি অ্যাকটিভা ১২৫ (Activa 125) এবং এসপি ১২৫ (SP125)-এর নতুন সংস্করণ বাজারে এনেছে সংস্থা। এবার ২০২৫ হোন্ডা ইউনিকর্ন লঞ্চ করল হোন্ডা, যাতে রয়েছে আপডেটেড ফিচার লিস্ট এবং নতুন ওবিডি২বি কমপ্লায়েন্ট ইঞ্জিন।

ডিজাইনে পরিবর্তন:

২০২৫ হোন্ডা ইউনিকর্ন-এর সামনের অংশে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। এতে যোগ হয়েছে একটি নতুন এলইডি হেডল্যাম্প, যা ক্রোম বর্ডার দিয়ে সাজানো। তবে বাকি ডিজাইন প্রায় অপরিবর্তিত রাখা হয়েছে। এই বাইকটি তিনটি রঙে পাওয়া যাবে: রেডিয়েন্ট রেড মেটালিক, ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক এবং পার্ল ইগনিয়াস ব্ল্যাক। আগের পার্ল সাইরেন ব্লু রঙটি এইবার সরিয়ে দেওয়া হয়েছে।

ফিচার লিস্ট:

নতুন ইউনিকর্ন সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারসহ এসেছে, যা স্পিড, গিয়ার পজিশন, ইকো মোড ইন্ডিকেটর এবং সার্ভিস অ্যালার্টের মতো গুরুত্বপূর্ণ তথ্য দেখায়। রাইডারদের জন্য সুবিধা বাড়াতে একটি ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্টও যুক্ত করা হয়েছে।

ইঞ্জিন ও কর্মক্ষমতা:

এই বাইকে নতুন ওবিডি২বি কমপ্লায়েন্ট ইঞ্জিন দেওয়া হয়েছে, যা আগের তুলনায় বেশি শক্তি উৎপন্ন করতে সক্ষম। এর ১৬৭.৭১ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ১৩ বিএইচপি পাওয়ার এবং ১৪.৫৮ এনএম টর্ক উৎপন্ন করে। ফাইভ-স্পিড গিয়ারবক্সের সঙ্গে কাজ করে এই ইঞ্জিন।

দাম:

এই সব আপডেটের পরে, বাইকের দাম ৮ হাজার ১৮০ টাকা বেড়ে গেছে এবং এখন এর এক্স-শোরুম মূল্য ১,১১,৩০১টাকা।

সবমিলিয়ে ২০২৫ হোন্ডা ইউনিকর্ন-এর আপডেটেড ফিচার ও শক্তিশালী ইঞ্জিন একে একটি আকর্ষণীয় অপশন করে তুলেছে ভারতীয় গ্রাহকদের জন্য।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version