একটা সময় দাপটের সঙ্গে কাজ করেছেন। যেসময় পুরুষ অভিনেতা ছাড়া কারও কপালে ‘তারকা’ তকমা জুটত না, সেই সময়ই দাপিয়ে বেড়িয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থাতেই বলিউড ছেড়ে পাড়ি জমান হলিউডে। এখন তিনি হলিউডের ‘নয়ন মণি’। জনপ্রিয় টেলিভিশন শো, একাধিক সিনেমার পর রুশো ব্রাদার্সের সঙ্গে ওয়েব সিরিজে কাজ করছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, বলিউডে ‘সাত খুন মাফ’ ছবিতে কাজ করার সময় অঞ্জুলা আচারিয়ার কাছ থেকে ফোন পান তিনি। অঞ্জুলাই প্রথম তাকে প্রস্তাব দেন আমেরিকায় এসে গান গাওয়ার। সেই সময় নাকি বলিউড থেকে বেরোনোর রাস্তা খুঁজছিলেন প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কা জানিয়েছেন, ‘বলিউডে সেই সময় আমাকে প্রায় একঘরে করে দেওয়া হয়েছিল। আমাকে ভালো চরিত্রে নেওয়া হচ্ছিল না। আমার সঙ্গে অনেকের ঝামেলাও হয়েছিল। আর আমি এইসব এখন পছন্দ করি না। আমি এইসব নোংরা রাজনীতির মধ্যে ক্লান্ত হয়ে পড়েছিলাম।’
প্রিয়াঙ্কার এই সাক্ষাৎকারে পড়ে টুইটে কঙ্গনা লিখেছেন, ‘প্রিয়াঙ্কা একাই নায়কদেরকে জব্দ করছিল। সেটাই সহ্য করতে পারছিল না বলিউডের মুভি মাফিয়া করণ। তাই প্ল্যান করে প্রিয়াঙ্কাকে একঘর করা হয়। এই বিষয়ে শাহরুখও ছিল প্রথম সারিতে। শাহরুখের সঙ্গে প্রিয়াঙ্কার ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি করণ। সেই কারণেই নানা ছক কষে প্রিয়াঙ্কার পিছনে লাগা হয়। প্রিয়াঙ্কা তাই বাধ্য হয় বলিউড ছাড়তে। তবে প্রিয়াঙ্কা হল কুইন। কাজের মধ্যে দিয়েই যুদ্ধ জিতেছে সে।‘
প্রিয়াঙ্কার সাক্ষাৎকার শেয়ার করে জাতীয় পুরস্কারজয়ী সম্পাদক তথা চিত্রনাট্যকার অপূর্ব আসরানি লেখেন, ‘যারা প্রিয়াঙ্কাকে ধ্বংস করতে চেয়েছিল তাঁরা সেই কাজে সফল হতে পারেন নি। বরং প্রিয়াঙ্কার সবচেয়ে বড় জয় এটাই যে ওর পরিণতি সুশান্ত সিং রাজপুত বা পারভিন ববির মতো হয়নি।‘
ছবি- ইন্সটাগ্রাম
খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন