Home শরীরস্বাস্থ্য বিউটি পার্লারে চুল ধোয়াই ডেকে আনতে পারে স্ট্রোক! জানুন বিপদ

বিউটি পার্লারে চুল ধোয়াই ডেকে আনতে পারে স্ট্রোক! জানুন বিপদ

বিউটি পার্লারে চুল ধোওয়া বা বিউটি ট্রিটমেন্টের সময় ভুল ভঙ্গিতে ঘাড় রাখলে হতে পারে ‘বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোম’। কী এই রোগ, উপসর্গ কী, কারা বেশি ঝুঁকিতে—জানুন বিস্তারিত।

0
Beauty Parlor Stroke Syndrome,

ত্বকের হোক কিংবা চুলের, স্পা থেকে শুরু করে চুলের কাটিং, কিংবা পেডিকিওর ও ম্যানিকিয়র করতে আজকাল আমরা বিউটি পার্লার বা সালোঁতে যাই।তবে পার্লারে বিউটি ট্রিটমেন্ট করাতে গিয়ে আক্রান্ত হতে পারেন বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোম নামে এক বিরল রোগের। তাই এখনই সাবধান, সতর্ক হন। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, বিউটি পার্লারে গিয়ে বিউটি ট্রিটমেন্ট করার সময় দীর্ঘ সময় ধরে অস্বস্তিকর অবস্থায় থাকলে স্নায়বিক সমস্যার আশঙ্কা বাড়ে। মস্তিষ্কে রক্ত সঞ্চালন কমে যায়, ঘাড়ে রক্তনালি সঙ্কুচিত হতে পারে। চুল শ্যাম্পু করে চুল ধোওয়ার সময় উল্টো দিক করে মাথা রাখার ফলে ঘাড়ের পেছনের দিকে মস্তিষ্কে রক্ত সঞ্চালনকারী শিরাটি চেপে বসে যায়। বাড়ে স্ট্রোক হওয়ার আশঙ্কা।

বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোম হল এমন এক বিরল রোগ। ঘাড়ে থাকা ভার্টিব্রাল ধমনীর মাধ্যমে রক্ত মস্তিষ্কে প্রবাহিত হওয়ার সময় বাধাপ্রাপ্ত হলে এই বিরল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে। ১৯৯৩ সালে আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের জার্নালে প্রথম বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোমের উল্লেখ মেলে।

বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোমের উপসর্গ কী কী

বমিবমি ভাব, ঝাপসা দৃষ্টি, হাতপা অসার হয়ে যাওয়া, ঘাড়ে ব্যথা, কথা বলতে সমস্যা হওয়া, দুর্বলতা, দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া, শরীরের একদিক অসার হয়ে যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া, কারোর সাহায্য ছাড়া স্থিতিশীল ভারসাম্য বজায় রাখতে অসুবিধা হওয়া।

বিউটি পার্লারে গেলে কীভাবে সতর্ক থাকবেন

ঘাড়ে ব্যথা, স্ট্রোক হয়ে থাকলে বা ঝুঁকি থাকলে আগেভাগে বিউটি পার্লারের কর্মীদের বিষয়টি জানাবেন। যিনি চুল কাটছেন তাঁর ঘাড় স্বাভাবিক ভাবে নীচু করবেন বিউটি পার্লারের কর্মচারী। তাও কিছু সময়ের জন্য। একনাগাড়ে, টানা ঘাড় জোর করে নীচু করে রাখা যাবে না। বিউটি পার্লারের কর্মীদের সঠিক প্রশিক্ষণ দেওয়া দরকার।

বিউটি পার্লার বা সালোঁতে যাওয়ার আগে কারা সাবধানে হবেন

স্ট্রোক বা ইশকেমিক হার্ট ডিজিজের ইতিহাস থাকলে, নেক আর্থ্রাইটিস বা ঘাড়ে ক্রনিক ব্যথার সমস্যা থাকলে, রক্তনালি সংক্রান্ত অসুখে আক্রান্ত হলে, সম্প্রতি অস্ত্রোপচার করা হয়ে থাকলে বা উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসে আক্রান্ত হলে।

বিস্তারিত কমেন্টেে: শীতে ঘুম আসছে না? ভারী কম্বলে আরাম, উদ্বেগ কমে, ঘুম গভীর—বলছে গবেষণা

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version