Home জীবন যেমন রূপচর্চা গোলাপজলের যত্নে বাড়ুক আপনার চুল

গোলাপজলের যত্নে বাড়ুক আপনার চুল

0

ইংরেজি গল্পের নায়িকা র‍্যাপুঞ্জেলের মতো দীর্ঘ কেশরাশি এখন বিরল। সুন্দর একঢাল কেশ বা চুলের বাসনা সবারই থাকে। আর সেই চুলের যত্ন নিতে ব্যবহার করুন গোলাপজল।

সুগন্ধি গোলাপজল চুলের পাশাপাশি মাথার তালু ও চুলের গোড়ার স্বাস্থ্য ভালো রাখে। গোলাপজল হল মৃদু অ্যাস্ট্রিনজেন্ট যা মাথার তালুর তৈলাক্ত ভাব কমায়, খুশকি দূর করে। গোলাপজলে অ্যান্টিইনফ্লেমটরি গুণ থাকায় সোরিয়াসিস, একজিমার মতো মাথার তালুর যাবতীয় সমস্যা দূর করে। সুগন্ধী গোলাপজল অত্যন্ত মিষ্টি আর ঠান্ডা হওয়ায় তা মনমেজাজও ভালো রাখে। মাথার যন্ত্রণা কমায়।

এ ছাড়াও চুলের রুক্ষ ও কোঁকড়ানো ভাব কমাতে ও চুলের ঔজ্জ্বল্য বাড়াতে সাহায্য করে গোলাপজল।

কীভাবে চুলে ব্যবহার করবেন গোলাপজল

পছন্দসই শ্যাম্পু ও কন্ডিশনারের সঙ্গে গোলাপজল মিশিয়ে ব্যবহার করুন।

তুলোয় করে সরাসরি মাথার তালুতে রোজওয়াটার বা গোলাপজল লাগান। এতে খুশকি আর চুলকানির সমস্যা কমবে। ধীরে ধীরে ম্যাসাজ করুন। শ্যাম্পু করে চুল ধুয়ে নিন।

বাড়িতে কীভাবে গোলাপজল তৈরি করবেন

আধ ডজন গোলাপ ফুল বেছে নিন। দেখবেন হাইব্রিড ফুল যেন না হয়। আজকাল অনেক হাইব্রিড ফুল চাষ করা হয় যাতে ভালো গন্ধ থাকে না। গন্ধওয়ালা ফুল বেছে নিন। ডিসটিলড জল লাগবে।

আস্তে আস্তে গোলাপের পাপড়ি ছাড়িয়ে নিন। কুসুম গরম জলে ধুয়ে নিন গোলাপফুলের পাপড়ি। বড়ো পাত্রে গোলাপের পাপড়িগুলো নিন। ডিসটিলড ওয়াটার দিন। পাত্রটি ঢাকা দিন। মাঝারি আঁচে মিনিট ২০ ফোটান। যতক্ষণ না পাপড়িগুলির রঙ ফ্যাকাশে হচ্ছে ততক্ষণ ফোটাবেন। মিনিটকুড়ি পর পাত্রটি আগুন থেকে নামিয়ে ঠান্ডা করুন। পাপড়িগুলো আলাদা করে নিন। ফোটানো গোলাপজল বিভিন্ন পাত্রে ভরে রাখুন। সরাসরি রোদে রাখবেন না।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version