কলকাতা: শাহি-সভাকে কেন্দ্র করে সরগরম রাজ্য-রাজনীতি। বুধবার ধর্মতলায় বিজেপির সভায় থাকার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সূত্রের খবর, বুধবার ধর্মতলায় ওই সভা চলাকালীন কালো পোশাক পরে প্রতিবাদ জানাবে তৃণমূল।
কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে হচ্ছে বিজেপির প্রকাশ্য জনসভা। প্রত্যেক বছর ২১ জুলাই তৃণমূল সাধারণত যেখানে সভা করে, এ বার সেখানেই পাল্টা সভা করে তৃণমূলকে জবাব দেওয়ার চ্যালেঞ্জ নিয়েছে বিজেপি। এরইমধ্যে শুরু হয়েছে বিধানসভা অধিবেশন। আর সেই অধিবেশন চলাকালীন বিধানসভায় প্রতিবাদের সুর চড়াবে শাসকদল তৃণমূল। কী নিয়ে প্রতিবাদ?
তৃণমূল সূত্রে খবর, কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে কালো পোশাক পরে প্রতিবাদ জানাবে রাজ্যের শাসক দল। তৃণমূলের পরিষদীয় দল স্থির করেছে, মঙ্গলবার বিধানসভার অধিবেশন শেষে তৃণমূল বিধায়করা কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে বি আর অম্বেডকরের মূর্তির সামনে ধরনা দেবেন। বিকাল ৩টে থেকে ৫টা অবধি তিনদিন বসছেন তাঁরা। আর বুধবার, শাহের সভার দিন কালো পোশাক পরে প্রতিবাদ দেখাবেন।
তবে শাসক দলের এহেন কর্মসূচি নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। এ ব্য়াপারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘কালো পোশাক পরে কাকে বিক্ষোভ দেখাবেন? কালো পোশাক পরে কি নিজেদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাবেন? কারণ, কেন্দ্রীয় সরকারের কোনও প্রতিনিধি তো আর থাকবে না!” তাঁর কথায়, এসব ছবি তোলার জন্য।
আরও পড়ুন: কোটায় আত্মঘাতী পশ্চিমবঙ্গের ছাত্র, এ বছরে এই শহরে ২৮তম ছাত্র-আত্মহত্যা