Home খবর বাংলাদেশ আন্দোলনরত ছাত্রদের দাবিই মানল সেনা, নোবেলজয়ী ড. ইউনুস হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান

আন্দোলনরত ছাত্রদের দাবিই মানল সেনা, নোবেলজয়ী ড. ইউনুস হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান

অবশেষে আন্দোলনরত ছাত্রদের দাবিই মানল সেনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মঙ্গলবার দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মহম্মদ ইউনুস হবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। আন্দোলনরত ছাত্ররা প্রথম থেকেই এই দাবি জানিয়ে আসছিলেন। সেনা সমর্থিত সরকারকে মানবেন না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন তাঁরা। এই পরিস্থিতিতে সেনাশাসনও মানবেন না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন।

প্রথম থেকেই আন্দোলনরত পড়ুয়ারা ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার দাবি জানিয়েছিলেন। উল্লেখ্য, হাসিনা জমানায় শ্রম আইন লঙ্ঘনের মামলায় ইউনুস-সহ চারজনকে ছমাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের মাথায় থাকতে পারেন মহম্মদ ইউনুস, কে তিনি

বাংলাদেশি সংবাদমাধ্যম ‘প্রথম আলো’কে রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদিন জানান, “বঙ্গভবনে আজ রাতে রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক-সহ সংশ্লিষ্টদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।” তিনি আরও বলেন, “বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নাম চূড়ান্ত হবে।”

সোমবার অগ্নিগর্ভ পরিস্থিতিতে বাংলাদেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে পতন হয় আওয়ামি লিগ সরকারের। এরপরই অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা করেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version