বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় কঠোর রায় দিল ঢাকার একটি আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের মৃত্যুদণ্ড ঘোষণার পর এ বার নতুন করে তিনটি দুর্নীতির মামলায় মোট ২১ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে হাসিনাকে। প্রতিটি মামলায় সাত বছর করে সাজা ঘোষণা করেন ঢাকার বিশেষ আদালতের বিচারক।
এই মামলাগুলিতে হাসিনার পাশাপাশি তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সায়েমা ওয়াজেদ পুতুলকেও দোষী সাব্যস্ত করা হয়েছে। জয়ের পাঁচ বছরের কারাদণ্ডের পাশাপাশি ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পুতুলকেও পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক।
গত বছরের অগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর হাসিনা ভারতে সাময়িক আশ্রয় নেন। তার পর থেকেই তাঁর বিরুদ্ধে একাধিক মামলা শুরু হয় বাংলাদেশে। এর মধ্যে সবচেয়ে আলোচিত মামলা ছিল জুলাই-অগস্টের ছাত্রজনতার আন্দোলনের সময় গণহত্যার অভিযোগ সংক্রান্ত মামলা, যেখানে হাসিনাকে ইতিমধ্যে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল।
তবে এ বার যে তিনটি মামলায় রায় ঘোষণা করা হয়েছে, সেগুলি ঢাকার পূর্বাচলে নতুন শহর প্রকল্পের জমি বরাদ্দে দুর্নীতির অভিযোগ ঘিরে। মোট ছয়টি মামলার মধ্যে তিনটির রায় বৃহস্পতিবার ঘোষণা করে দুর্নীতি দমন কমিশনের বিশেষ আদালত। বাকি মামলাগুলির শুনানি চলছে।
ঢাকার আদালতের এই রায়ে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
