মিসিসিপি : আবারও বন্দুকবাজের হামলা আমেরিকায়। শুক্রবার রাতে বাড়িতে ঢুকে এবং দোকানে ঢুকে হামলা চালায় বন্দুকবাজ। ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ছয়জনের। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে সন্দেহভাজন এক যুবককে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
শুক্রবার আমেরিকার মিসিসিপিতে হামলা চালায় এক বন্দুকবাজ। জানা যাচ্ছে প্রথমে একটি বাড়িতে ঢুকে এবং পর একটি দোকানে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায় অভিযুক্ত। তবে কি কারনে এই হামলা সে বিষয়ে কিছুই জানা যাচ্ছে না।
সূত্র মারফত জানা যাচ্ছে, প্রথমে মিসিসিপির টাটে কাউন্টিতে চলে হামলা। আর্কবুটলা রোডের ওপর একটি দোকানে ঢুকে হামলা চালায় বন্দুকবাজ। এক ব্যক্তিকে লক্ষ করে চলে গুলি। এই হালমায় মৃত্যু হয় ওই ব্যক্তির। অন্যদিকে আর্কবুটলা ড্যাম রোডের ওপর একটি বাড়িতেও চলে হামলা। জানা যাচ্ছে, বন্দুক বাজের গুলিতে মৃত্যু হয় এক মহিলার। গুরুতর আহত ওই মহিলার স্বামী।
এরপরই ঘটনার তদন্তে নামে পুলিশ। ওই এলাকাতেই গাড়িতে দেখা যায় হামলাকারিকে। তৎক্ষণাৎ তাঁকে গ্রেফতার করে পুলিশ। যদিও অভিযুক্তের নাম পরিচয় প্রকাশ্যে আনতে চাইছে না পুলিশ। তবে সূত্র মারফত জানা যাচ্ছে, জেরায় তিনি স্বীকার করেছেন, দুজন নয় মোট চারজনকে হত্যা করেছেন তিনি।
এরপরেই ওই এলাকার একটি বাড়ির ভেতর থেকে দুই ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ। বাড়ির বাইরে পাওয়া যায় আরও দুটি মৃতদেহ। উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে বন্দুকবাজের হামলা বেড়েই চলেছে মার্কিন মুলুকে। প্রায় প্রত্যেকদিনই কোথাও না কোথাও চলছে গুলি।
খবর অনলাইনে বিদেশের সব খবর পড়তে এখানে ক্লিক করুন