Home খবর বিদেশ ইরানের পরমাণুকেন্দ্রে হামলা যেন না করা হয়, ইজরালকে পরামর্শ বাইডেনের

ইরানের পরমাণুকেন্দ্রে হামলা যেন না করা হয়, ইজরালকে পরামর্শ বাইডেনের

0

খবর অনলাইনডেস্ক: ইজরায়েল যদি ইরানের পরমাণুকেন্দ্রগুলিতে হামলা করে, তাহলে তা কোনোভাবেই সমর্থন করবে না আমেরিকা। জি-৭ গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে আলোচনার পর এমন কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

উল্লেখ্য, হিজবুল্লাহর প্রথম সারির নেতাদের মৃত্যুর পর ইজরায়েলে রকেট হামলা চালায় ইরান। মঙ্গলবার প্রায় ২০০টি রকেট ইরান ছুড়েছিল। এরপরই তেহরানকে হুঁশিয়ারি দিয়ে ইজরায়েল জানিয়েছিল, এর পরিণতি ‘কল্পনাও করতে পারবে না’ ইরান।

তখন থেকে আশঙ্কা তৈরি হয়েছে যে, ইজরায়েল ইরানের পারমাণবিককেন্দ্র বা তেলের ঘাঁটিতে হামলা চালাতে পারে। ইজরায়েল যদি তা করে তাহলে সেই পদক্ষেপ সমর্থন করবে আমেরিকা? এই প্রশ্নের উত্তরেই বাইডেন সাফ বলেছেন, ‘এর উত্তর হল, না।’ তবে ইজরায়েলে হামলার জন্য ইরানের উপর আরও আর্থিক নিষেধাজ্ঞা জারির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

উল্লেখ্য, মধ্য প্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির অবনতি হতে দেখে তড়িঘড়ি বৈঠকে বসেছিল জি৭ গোষ্ঠীর অন্তর্ভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধানরা। এই গোষ্ঠীতে রয়েছে আমেরিকা, কানাডা, ব্রিটেন, ফ্রান্স, ইতালি, জার্মানি এবং জাপান। সেখানেই ইরানের উপর নিষেধাজ্ঞা চাপানোর বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন বাইডেন।

উল্লেখ্য, ইরান রকেট হামলা চালালেও তার অধিকাংশই আটকাতে সক্ষম হয়েছে ইজরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম। যার জেরে ইজরায়েলের সামরিক ঘাঁটিতে খুব বেশি ক্ষতি হয়নি বলে দাবি করা হয়েছে। তবে এই হামলার প্রেক্ষিতে ইজরায়েল কী প্রত্যাঘাত করে সেটাই দেখার।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version