Home খবর বিদেশ বালুচিস্তানে জাফর এক্সপ্রেস অপহরণের ভিডিও প্রকাশ করল বিএলএ

বালুচিস্তানে জাফর এক্সপ্রেস অপহরণের ভিডিও প্রকাশ করল বিএলএ

0

বালুচিস্তানের বোলানে রেললাইন বিস্ফোরণ ঘটিয়ে জাফর এক্সপ্রেস অপহরণ ও যাত্রীদের পণবন্দি করার ঘটনা নিয়ে ভিডিও প্রকাশ করেছে বালুচ লিবারেশন আর্মি (বিএলএ)। ভিডিওতে দেখা যায়, পেশোয়ারগামী একটি ট্রেন যখন সিবি শহরের কাছে পৌঁছায়, তখনই রেললাইনে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে, যার ফলে ট্রেনটি সঙ্গে সঙ্গে থেমে যায়।

ভিডিওতে বিস্ফোরণের পর ট্র্যাক থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। এরপর অস্ত্রধারী জঙ্গিরা দ্রুত ট্রেনে ওঠে এবং যাত্রীদের পণবন্দি করতে শুরু করে।

উল্লেখ্য, বিএলএ পাকিস্তান সেনাবাহিনীকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে বলেছে, যদি বালুচ বন্দিদের মুক্তি দেওয়া না হয়, তবে তারা পণবন্দিদের হত্যা করবে। তবে পাকিস্তান সেনাবাহিনী পাল্টা সামরিক অভিযান চালিয়ে ৩৯ জন বিদ্রোহীকে হত্যা এবং ১০৪ জন যাত্রীকে উদ্ধার করার দাবি করেছে।

বুধবার সকালে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, এ পর্যন্ত ১৫৫ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে এবং অভিযানের সময় ২৭ জন জঙ্গি নিহত হয়েছে। তবে বিএলএ দাবি করেছে, তারা এখনো ২১৪ জন যাত্রীকে বন্দি করে রেখেছে এবং অন্তত ৩০ জন নিরাপত্তাকর্মীকে হত্যা করেছে। পাকিস্তান সরকার এখনো এই সংখ্যা নিশ্চিত করেনি।

মঙ্গলবার সন্ধ্যায়, পাহাড়ঘেরা গুদালার ও পিরু কুনরি অঞ্চলের কাছে ট্রেনটি পৌঁছালে জঙ্গিরা প্রথমে রেললাইন বিস্ফোরণে উড়িয়ে দেয় এবং পরে ট্রেনটিতে গুলি চালায়। ট্রেনে মোট ৪২৫ জন যাত্রী ছিলেন, যার মধ্যে ৮০ জন সেনা সদস্য বলে জানা গেছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version