ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডস এলাকায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। প্রবল ঝোড়ো হাওয়ার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
শহর জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে প্রশাসন। আগুনের দ্রুত বিস্তার ঠেকাতে হাজার হাজার বাসিন্দা ঘরবাড়ি ছেড়েছেন। তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানল ইতিমধ্যেই ২,৯০০ একরের বেশি এলাকা গ্রাস করেছে এবং এখনো নিয়ন্ত্রণের কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।
মহাকাশ থেকে দাবানলের চিত্র
কোপারনিকাস সেন্টিনেল-২ মিশনের তোলা একটি স্যাটেলাইটের ছবিতে দাবানলের ভয়াবহতা স্পষ্ট ভাবে ধরা পড়েছে। এই ছবিতে সান্তা মনিকার কাছে আগুন থেকে উঠে আসা কালো ধোঁয়ার মেঘ দেখা যাচ্ছে। আগুনের তীব্রতা ও বিস্তার চিহ্নিত করতে “ফলস কালার কম্পোজিট” প্রযুক্তি ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে।
তিনটি বড় দাবানল
প্যালিসেডসের দাবানলের পাশাপাশি লস অ্যাঞ্জেলেস কাউন্টির আরও দুই এলাকায় বড় দাবানল ছড়িয়ে পড়েছে। সান ফার্নান্ডোর উত্তরে হার্স্ট ফায়ার এবং আলটাডেনার ইটন ফায়ার পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।
দমকলের চ্যালেঞ্জ
দাবানল নিয়ন্ত্রণে দমকলকর্মীরা কঠিন লড়াই করছেন। প্রবল হাওয়া এবং শুষ্ক আবহাওয়া “অত্যন্ত বিপজ্জনক ঝোড়ো পরিস্থিতি” তৈরি করেছে বলে জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। এই আবহাওয়া দমকলের কাজ কঠিন করে তুলছে এবং নতুন আগুনের ঝুঁকি বাড়িয়ে তুলছে।
পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা
দ্রুত ছড়িয়ে পড়া এই দাবানল জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত চ্যালেঞ্জগুলোর তীব্রতার দিকটি তুলে ধরেছে। বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের আশা, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
আরও পড়ুন: লস অ্যাঞ্জেলেসের বিস্তৃত এলাকায় ভয়াবহ দাবানল, ৩,০০০ একর জুড়ে ধ্বংসযজ্ঞ