খবর অনলাইন ডেস্ক: পরাজয় স্বীকার করে নিলেন ঋষি শুনক। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে লেবার পার্টি ব্রিটিশ যুক্তরাজ্যে ক্ষমতায় ফিরছে। ব্রিটিশ পার্লামেন্টের ৬৫০টি আসনের মধ্যে এ পর্যন্ত ৫৭৭টি আসনের ফল ঘোষণা করা হয়েছে। তার মধ্যে লেবার পার্টি পেয়েছে ৩৮৭টি আসন এবং কনজারভেটিভ পেয়েছে ৯৬টি আসন।
গণনার শুরু থেকেই লেবার পার্টি বিপুল সংখ্যায় এগিয়েছিল। একার ক্ষমতায় সরকার চালানোর জন্য যে গরিষ্ঠতা প্রয়োজন শুক্রবার সকালেই তা পেয়ে যায় তারা। বিদায়ী প্রধানমন্ত্রী কনজারভেটিভ দলের ঋষি শুনক মেনে নেন। মধ্য-বামপন্থী লেবার পার্টির নেতা কায়ার স্টারমের নিজের দলের জয় ঘোষণা করেন। তিনিই হবেন ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী।
ভোটের ফলাফলে যা ইঙ্গিত তাতে মনে হচ্ছে ১৯৯৭ টোনি ব্লেয়ার যে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিলেন, এবারের নির্বাচনে প্রায় সেরকমই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে লেবার পার্টি। ব্রিটেনে একার জোরে ক্ষমতায় আসতে হলে অন্তত ৩২৬টি আসন জিততে হয়। সেবার ব্লেয়ার সেই সংখ্যার চেয়ে ১৯৭টি আসন বেশি পেয়েছিলেন। কায়ার স্টারমের এবারে টোনি ব্লেয়ারকে ছুঁতে না পারলেও দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা পাবেন বলে আশা করা যায়।
ভোটের ফলাফলের ইঙ্গিত পেতেই বৃহস্পতিবার রাতেই স্টারমের বলেন, “আজ রাতেই এখানে এবং দেশের সর্বত্র মুখ খুলেছেন। তাঁরা পরিবর্তনের জন্য প্রস্তুত।”
পার্লামেন্টের ৬৫০টি আসনের মধ্যে ৫৭৭টির ফল ঘোষণা করা হয়েছে। দল্ভিত্তিক ফল – লেবার পার্টি ৩৮৭, কনজারভেটিভ ৯৬, স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) ৭, লিবারেল ডেমোক্র্যাটিক ৫৬, অন্যান্য ৩১।