Home খবর বিদেশ এ বার মোটা টাকায় মিলবে মার্কিন নাগরিকত্ব! ধনীদের জন্য ‘গোল্ড কার্ড’ পরিকল্পনা...

এ বার মোটা টাকায় মিলবে মার্কিন নাগরিকত্ব! ধনীদের জন্য ‘গোল্ড কার্ড’ পরিকল্পনা ঘোষণা ট্রাম্পের

0

ধনী অভিবাসীদের জন্য নাগরিকত্ব পাওয়ার পথ সহজ করতে নতুন “গোল্ড কার্ড” চালুর পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৫০ লক্ষ ডলারে কেনা যাবে এই কার্ড। ট্রাম্প বলেছেন, এই কার্ডের মাধ্যমে গ্রিন কার্ড সুবিধা এবং মার্কিন নাগরিকত্ব পাওয়ার সুযোগ থাকবে। তিনি অনুমান করছেন, ১০ লক্ষ কার্ড বিক্রি করা সম্ভব হবে।

ট্রাম্পের মতে, এই উদ্যোগ জাতীয় ঋণ পরিশোধে দ্রুত সহায়ক হতে পারে। তিনি জানান, বিদ্যমান “EB-5” বিনিয়োগকারি ভিসা কর্মসূচির পরিবর্তে এই “গোল্ড কার্ড” ব্যবস্থা চালু করা হবে।

বর্তমানে EB-5 কর্মসূচির আওতায় বড় অঙ্কের বিনিয়োগ করে মার্কিন অর্থনীতিতে অবদান রাখলে বিদেশিদের গ্রিন কার্ড দেওয়া হয়। তবে ট্রাম্প বলেন, “আমরা একটি গোল্ড কার্ড বিক্রি করতে যাচ্ছি… এর দাম হবে প্রায় ৫ মিলিয়ন ডলার।” তিনি আরও বলেন, “এটি গ্রিন কার্ডের সুবিধা দেবে এবং মার্কিন নাগরিকত্বের পথ তৈরি করবে। ফলে ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসতে পারবেন।”

যখন এক সাংবাদিক জানতে চান, রুশ নাগরিকরা কি এই কর্মসূচির আওতায় আসতে পারবেন, তখন ট্রাম্প উত্তর দেন, “হ্যাঁ, সম্ভবত। আমি কিছু রুশ ধনকুবেরকে চিনি, তাঁরা খুব ভালো মানুষ।”

১৯৯০ সালে মার্কিন কংগ্রেসের তৈরি করা EB-5 কর্মসূচি মার্কিন অর্থনীতিতে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্দেশ্যে চালু হয়েছিল। তবে ট্রাম্প প্রশাসনের মতে, এটি দুর্নীতি ও প্রতারণার শিকার হয়েছে।

মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক জানান, “EB-5 কর্মসূচি ছিল ভাঁওতাবাজি ও প্রতারণার আঁতুড়ঘর। প্রেসিডেন্ট মনে করেন, এটি একটি সস্তায় গ্রিন কার্ড পাওয়ার পথ। তাই এটি বন্ধ করে ‘ট্রাম্প গোল্ড কার্ড’ চালু করা হবে।”

ট্রাম্প প্রশাসন মনে করছে, এই নতুন “গোল্ড কার্ড” কর্মসূচি মার্কিন অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে এই উদ্যোগ বাস্তবায়ন হলে বিতর্ক ও সমালোচনা তৈরি হতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version