গ্রেফতার আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদালতে আত্মসমর্পণের আগেই তাঁকে গ্রেফতার করা হল। মঙ্গলবার নিউ ইউর্কের ম্যানহাটন আদালতে আত্মসমর্পণের কথা ছিল প্রাক্তন প্রেসিডেন্টের। কিন্তু আদালতের নির্দেশে আগেই আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টকে হেফাজতে নিয়েছে পুলিশ। শুরু হয়েছে মামলার শুনানি।
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, শারীরিক সম্পর্ক নিয়ে মুখ না খুলতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ট্রাম্প ঘুষ দিয়েছিলেন। ভারতীয় সময় রাত পৌনে ১২টা নাগাদ ম্যানহাটন আদালতে আত্মসমর্পণ করার কথা ছিল তাঁর। পুলিশ জানিয়েছে, বিচারকের নির্দেশে তাঁকে গ্রেফতার করা হয়েছে। যদিও ট্রাম্পের অনুগামীদের অভিযোগ, রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে গ্রেফতার করা হয়েছে তাঁকে।
BREAKING: Donald Trump is now under arrest in New York City ahead of his arraignment in court https://t.co/0NxzuxZt8I pic.twitter.com/9sdFFunjcM
— CNN (@CNN) April 4, 2023
নিউ ইউর্কের ম্যানহাটন আদালতের বাইরে ট্রাম্প সমর্থকরা জমায়েত হয়েছেন। এই পরিস্থিতিতে নিউ ইয়র্ক জুড়ে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। পাশাপাশি, প্রাক্তন প্রেসিডেন্টের শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করেছেন তাঁর বিরোধীরাও।
BREAKING: Trump officially ARRESTED.
— Brian Krassenstein (@krassenstein) April 4, 2023
– First President to be Impeached TWICE
– First President to be INDICTED
– First President to be ARRESTED
– First President to Pay off a Porn Star
– First President to Claim he could shoot someone
– First President to angrily throw Ketchup… pic.twitter.com/WG39UCM8hT