ইজরায়েলি বোমা হামলার প্রতিশোধ নিতে হিজবুল্লা শুক্রবার ইজরায়েলের উত্তরাঞ্চলে ১৪০টি রকেট নিক্ষেপ করে। ইজরায়েল-হিজবুল্লা সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করছে।
ইজরায়েলের উত্তরাঞ্চলে শুক্রবার ১৪০টি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লা। ইজরায়েলের সেনাবাহিনী এবং হিজবুল্লা, উভয় পক্ষ থেকেই এই খবর নিশ্চিত করা হয়েছে। এর আগে, বৃহস্পতিবার সংগঠনের নেতা হাসান নাসরাল্লা ইজরায়েলের বিরুদ্ধে পাল্টা আঘাতের প্রতিজ্ঞা করেছিলেন।
ইজরায়েলি সেনাবাহিনীর মতে, রকেট হামলা তিনটি দফায় শুক্রবার বিকেলে চালানো হয়, যা লেবাননের সীমান্ত সংলগ্ন বেশ কয়েকটি স্থানকে লক্ষ্য করে পরিচালিত হয়। হিজবুল্লার পক্ষ থেকে বলা হয়েছে, তারা ইজরায়েলের বেশ কয়েকটি এয়ার ডিফেন্স ঘাঁটি ও একটি সাঁজোয়া ব্রিগেডের সদর দফতরকে লক্ষ্য করে প্রথম বারের মতো কাতিউশা রকেটের মাধ্যমে নিশানা করেছে।
হিজবুল্লা আরও জানিয়েছে, ইজরায়েলের সাম্প্রতিক বোমা হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলের গ্রাম ও ঘরবাড়ি ধ্বংস হওয়ার প্রতিশোধ নিতেই এই রকেট হামলা চালানো হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ৮ অক্টোবর থেকে ইজরায়েল ও হিজবুল্লাহ প্রতিদিনই প্রায় গোলাগুলি বিনিময় করছে। তবে শুক্রবারের এই হামলা ছিল আগের তুলনায় অনেক তীব্র। হিজবুল্লা প্রধান নাসরাল্লাহ বৃহস্পতিবার সতর্ক করে বলেছিলেন যে, ইজরায়েলি হামলার প্রতিশোধ নেওয়া অব্যাহত থাকবে, বিশেষ করে সাম্প্রতিক হামলায় তাদের সদস্যদের যোগাযোগের যন্ত্রপাতি ধ্বংসের কারণে হিজবুল্লা আরও প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে।
ইসরায়েলের ওপর অভিযুক্ত এই হামলা হিজবুল্লাহর হাজারো পেজার এবং ওয়াকি-টকিতে পরিচালিত হয়েছিল, যা পুরো অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করেছে এবং এটি একটি সর্বাত্মক যুদ্ধে রূপ নেওয়ার আশঙ্কা সৃষ্টি করেছে। ইসরায়েল এই হামলায় জড়িত থাকার কথা স্বীকার বা অস্বীকার করেনি।