নারীদের সুরক্ষা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ পরিবহন দফতর কলকাতায় চালু করতে চলেছে নারীদের জন্য দু’টি বিশেষ বাস। আগামী ২৫ জুন থেকে এই বাস পরিষেবা শুরু হবে বলে সোমবার জানিয়েছেন পরিবহণ দফতরের এক শীর্ষ কর্মকর্তা।
সংবাদ সংস্থা পিটিআইয়ের দেওয়া খবর অনুযায়ী, এই বিশেষ বাসগুলি হাওড়া স্টেশন থেকে বালিগঞ্জের দিকে রওনা হবে, মধ্য ও দক্ষিণ কলকাতার কিছু অংশকে কভার করবে। এই পরিষেবা, বিশেষ করে হাওড়া-ব্যান্ডেল লাইনের জেলা থেকে আগত যাত্রীদের সহায়তা করার জন্য পরিকল্পনা করা হয়েছে, যাতে টার্মিনাল স্টেশন থেকে তাদের কর্মস্থলে পৌঁছানোর জন্য এই সুবিধাজনক সংযোগ প্রদান করা যায়।
একটি সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, সকাল বেলার ভিড়ের সময় এই বাস পরিষেবা চালু থাকবে, যা চাকরিজীবী মহিলাদের জন্য বিশেষভাবে সহায়ক হবে। পরিবহন দফরের এই উদ্যোগের ফলে নারীদের যাত্রা হবে আরও নিরাপদ ও আরামদায়ক।
এক পরিবহণ কর্তা জানিয়েছেন, নন-এসি বাসগুলি হাওড়া থেকে সকাল সাড়ে নটায় এবং ১০ টায় ছেড়ে যাবে। বাসগুলিতে মহিলা কন্ডাক্টর থাকবে। ধাক্কাধাক্কি রোধ করতে এবং প্রতিটি স্টপে শুধুমাত্র মহিলা যাত্রীরা বাসে উঠতে পারেন তা নিশ্চিত করতে গেটে যাত্রী বোর্ডিং নিয়ন্ত্রিত করা হবে ওই পরিবহণ কর্তা জানিয়েছেন।