Home খবর কলকাতা রাষ্ট্রপতির কলকাতা সফর: ৩০ ও ৩১ জুলাই শহরের রাস্তায় কড়া যান নিয়ন্ত্রণ,...

রাষ্ট্রপতির কলকাতা সফর: ৩০ ও ৩১ জুলাই শহরের রাস্তায় কড়া যান নিয়ন্ত্রণ, জেনে নিন কোন পথ খোলা

কলকাতায় রাষ্ট্রপতির সফর ঘিরে কঠোর ট্রাফিক নিয়ন্ত্রণ। জেনে নিন ৩০ ও ৩১ জুলাই কোন কোন রাস্তায় যান চলাচলে বিধিনিষেধ থাকবে।

raj bhavan kolkata

ভারতের রাষ্ট্রপতি ২০২৫ সালের ৩০ ও ৩১ জুলাই কলকাতা সফরে আসছেন। সেই উপলক্ষে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় সাময়িক ট্রাফিক নিয়ন্ত্রণ জারি করেছে কলকাতা পুলিশ। প্রকাশিত নির্দেশিকায় সাধারণ মানুষকে নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু পথ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

কোন কোন রাস্তায় নিয়ন্ত্রণ এবং কবে কখন:

৩০ জুলাই ২০২৫ | সময়: বিকেল ৪:৩০ থেকে রাত ৯:০০ পর্যন্ত
ট্রাফিক নিয়ন্ত্রিত থাকবে এই সব রাস্তায়:

  • সিন্থি ক্রসিং – বি.টি. রোড – টালা ব্রিজ – বিধান সরণি – শ্যামবাজার পাঁচ মাথা – ভূপেন বসু অ্যাভিনিউ – এম. জে. অ্যাভিনিউ – সি. আর. অ্যাভিনিউ – বি. বি. গাঙ্গুলি স্ট্রিট – লালবাজার স্ট্রিট – বি. বি. ডি. বাগ (ইস্ট) – ওল্ড কোর্ট হাউস স্ট্রিট – গভর্নমেন্ট প্লেস (ইস্ট) – আর. আর. অ্যাভিনিউ।

৩১ জুলাই ২০২৫ | সময়: সকাল ৮:৩০ থেকে দুপুর ১:০০ পর্যন্ত
নিয়ন্ত্রণ থাকবে এই পথে:

  • আর. আর. অ্যাভিনিউ – রেড রোড – জে এন আইল্যান্ড – খিদিরপুর রোড – ক্যাসুরিনা অ্যাভিনিউ – হসপিটাল রোড – এ জে সি বসু ফ্লাইওভার – মা ফ্লাইওভার – ই এম বাইপাস – হুডকো ক্রসিং – দুর্গাপুর ব্রিজ।

যান চলাচল ও পার্কিং সংক্রান্ত নির্দেশ

  • কলকাতা পুলিশ এলাকার মধ্যে সব ধরনের মালবাহী গাড়ি চলাচল (গুডস ভেহিকল) নির্ধারিত সময়কালে বন্ধ থাকবে।
  • ট্রাম, প্রাইভেট গাড়ি, ট্যাক্সি — সবই নির্দিষ্ট পথে ঘুরিয়ে দেওয়া, ধীর করা বা সাময়িকভাবে থামিয়ে দেওয়া হতে পারে।
  • রাজভবনের আশেপাশের এলাকায় ৩০ জুলাই সকাল ৬টা থেকে ৩১ জুলাই দুপুর ১২টা পর্যন্ত চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

আগে থেকে রুট প্ল্যান করুন

পুলিশ জানিয়েছে, রাষ্ট্রপতির কনভয়ের গন্তব্য অনুযায়ী অন্য রাস্তার দিকেও যানবাহন ঘোরানো হতে পারে। তাই যারা ওই সময় শহরের কেন্দ্রস্থলে বা ই এম বাইপাস, রেড রোড, রাজভবনের কাছাকাছি যেতে চান, তাঁদের রুট আগে থেকেই নতুন করে পরিকল্পনা করতে বলা হয়েছে।

এই সাময়িক ব্যবস্থা শহরের নিরাপত্তা বজায় রাখতে এবং রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে গৃহীত। সাধারণ মানুষকে সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছে কলকাতা পুলিশ।

আরও পড়ুন: বৃষ্টির দাপট অব্যাহত, দক্ষিণ ও উত্তরবঙ্গে নতুন করে সতর্কতা হাওয়া অফিসের, চলবে কত দিন?

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version