কলকাতা: আন্তর্জাতিক নারী দিবসে সমস্ত যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগের দাবিতে শিয়ালদহ থেকে মেয়ো রোডে গান্ধী মূর্তি পর্যন্ত মিছিল করলেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা।
চাকরির দাবিতে ৭২৫ দিন ধরে মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে অবস্থান করছেন তাঁরা। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্যানার নিয়ে মিছিল করতে দেখা যায় তাঁদের। ছবি: রাজীব বসু
বুধবার কালো পোশাক পরে, কাঁসর-ঘণ্টা-শাঁখ বাজিয়ে, বঙ্গীয় ন্যায্য অধিকার প্রতিষ্ঠা মঞ্চের ব্যানারে মিছিল করলেন আন্দোলনকারীরা। ছবি: রাজীব বসু
আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে, যতদিন না তাঁরা নিয়োগপত্র হাতে পাচ্ছেন, ততদিন আন্দোলন চালিয়ে যাওয়া হবে। ছবি: রাজীব বসু
প্রাথমিকের টেট থেকে শুরু করে এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডির কর্মী, উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্তরেও নিয়োগের ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের নির্দেশে এইসব কেলেঙ্কারি তদন্ত করছে সিবিআই এবং ইডি। পাশাপাশি চাকরিপ্রার্থীরা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ছবি: সংগৃহীত
২০১৬-র এসএলএসটি নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীদের প্রশ্ন, ‘৭২৫ দিন ধরে বাংলার যোগ্য, শিক্ষিত, মেধাতালিকাভুক্ত নারীরা আজও রাস্তায় কেন’? এ দিনের মিছিলের জেরে মধ্য কলকাতায় ব্যপক যানজটেরও সৃষ্টি হয়। ছবি: সংগৃহীত
আরও পড়ুন: আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্যে তাপপ্রবাহের সম্ভাবনা!