Home খবর কলকাতা দাবদাহে বিরতি, স্বস্তির বৃষ্টি শহরে

দাবদাহে বিরতি, স্বস্তির বৃষ্টি শহরে

0
শহরে বৃষ্টি। ছবি: রাজীব বসু

কলকাতা: সোমবার বৃষ্টিতে ভিজল কলকাতা ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। টানা কয়েক দিনের দাবদাহে আপাতত বিরতি। বৃষ্টিতে স্বস্তি পেল গরমে অতিষ্ঠ প্রাণ।

এ দিন দুপুর ১২টার পর শহরের আকাশে মেঘের আনাগোনা দেখা দেয়। আর তার পরই আকাশ কালো করে বৃষ্টি নামে শহরের বিভিন্ন এলাকায়। ছবি: রাজীব বসু

উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে আগেই। সোমবার দুপুরে বৃষ্টি হল কলকাতা-সহ হাওড়া, দুই ২৪ পরগনার বিভিন্ন অংশে। ছবি: রাজীব বসু

৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইল এ দিন। বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় তাপমাত্রার পারদও নামল কিছুটা। ছবি: রাজীব বসু

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। ছবি: রাজীব বসু

এ দিন সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। ফাইল ছবি

আবহাওয়াবিদদের অনুমান, আগামী ৩ দিনে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে তার পর থেকে আবার তাপমাত্রা ২-৩ ডিগ্রি করে বৃদ্ধি পেতে পারে। ফাইল ছবি

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version