খবর অনলাইন ডেস্ক: কলকাতা পুলিশের উদ্যোগে মহানগরীর বুকে পথ নিরাপত্তা সপ্তাহ পালিত হচ্ছে। সোমবার থেকে শুরু হয়েছে এই সপ্তাহ পালন। চলবে ১৫ ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত।

‘সেভ ড্রাইভ সেভ লাইফ’ আর পথ নিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে রাস্তায় নামেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা, হেডকোয়ার্টার ট্রাফিক গার্ড আউটপোস্ট অফিস ইনচার্জ কাঞ্চন হাজরা প্রমুখ পুলিশ আধিকারিকরা।
শহরের বিভিন্ন জায়গায় পথে নামে স্কুলপড়ুয়ারাও। যত্রতত্র ভাবে রাস্তা পার না হতে, রাস্তা পার হওয়ার জন্য জেব্রা ক্রসিং ব্যবহার করার ব্যাপারে মানুষকে সচেতন করে তারা।
মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হওয়া যে জীবনের ক্ষেত্রে যে কতটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়, ম্যাস্কট সেজে তা-ও বোঝায় স্কুলপড়ুয়ারা।
ছবি: রাজীব বসু