কলকাতা: প্রয়াত হলেন ‘একেনবাবু’র স্রষ্টা সুজন দাশগুপ্ত। বুধবার সকালে কলকাতার বাইপাস সংলগ্ন ফ্ল্যাট থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
সুজনবাবু ফ্ল্যাটে একাই ছিলেন। স্ত্রী শমিতা দাশগুপ্ত মঙ্গলবারই শান্তিনিকেতনে গিয়েছেন বলে জানা গিয়েছে। কন্যা সায়ন্তিনীও কয়েক দিন আগে আমেরিকায় ফিরে গিয়েছেন। পরিচারিকা সকালবেলায় কাজে এসে কলিং বেল বাজান। কিন্তু দরজা না খোলায় তা ভাঙতে হয়। সুজনবাবুকে বিছানার পাশে উপুড় হয়ে থাকতে দেখা যায়। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছোয়। সুজনবাবুর দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।
সুজন দাশগুপ্ত গত ৫০ বছর ধরে আমেরিকাবাসী। তবে বেশ কয়েক মাস কলকাতাতেই ছিলেন। আসন্ন কলকাতা বইমেলায় তাঁর নতুন বই প্রকাশ পাওয়ার কথা। ‘দ্য একেন’ ছবির সাংবাদিক সম্মেলনেও তিনি হাজির ছিলেন।
সুজন দাশগুপ্তের মৃত্যুর খবর পেয়ে পর্দার একেনবাবু তথা অনির্বাণ চক্রবর্তী মর্মাহত। তিনি আনন্দবাজার পত্রিকাকে বলেন, “আমি সত্যিই বুঝতে পারছি না। দশ মিনিট হল খবরটা পেয়েছি। সব কিছু গুলিয়ে যাচ্ছে। কিছু ভাবতে পারছি না এখন।”
এখনও পর্যন্ত একেনবাবুর মোট ছ’টি সিরিজ দেখানো হয়েছে ‘হইচই’-এ। খুব অল্প সময়ের মধ্যেই গোয়েন্দাপ্রিয় বাঙালি গোলগাল, হাসিখুশি, উলটো-পালটা বকা গোয়েন্দাকে আপন করে নিয়েছিলেন।
‘একেনবাবু’ ছাড়াও সুজন দাশগুপ্তের আরও একটি গল্পগ্রন্থ আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে। নাম ‘ধাঁধাঁপুরী’। সুজনবাবুর কন্যা সায়ন্তনীও আমেরিকাবাসী এবং লেখিকা। স্ত্রী শমিতাও লেখেন।
আরও পড়ুন
ত্রিপুরা-সহ ৩ রাজ্যে বিধানসভা ভোট, নির্ঘণ্ট ঘোষণা কমিশনের