ওড়িশা এবং ছত্তীসগঢ়ের সীমানায় যৌথবাহিনীর অভিযানে নিহত হলেন ১৪ মাওবাদী। তাঁদের মধ্যে এক জনের মাথার দাম ছিল ১ কোটি টাকা। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন জয়রাম ওরফে চালাপাতি, যিনি মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই অভিযানকে মাওবাদীদের বিরুদ্ধে বড় সাফল্য বলে উল্লেখ করেছেন। তিনি সামাজিক মাধ্যম এক্স-এ জানান, ‘‘আমাদের নিরাপত্তাবাহিনী মাওবাদীমুক্ত ভারত গড়তে আরও একটি বড় সাফল্য পেল। সিআরপিএফ, ওড়িশার এসওজি, এবং ছত্তীসগঢ় পুলিশের যৌথ অভিযানে ১৪ মাওবাদী নিহত হয়েছেন।’’
সোমবার রাতে ওড়িশার নওপাড়া এবং ছত্তীসগঢ়ের গরিয়াবন্দ সীমানায় মাওবাদীদের জড়ো হওয়ার খবর পেয়ে অভিযান শুরু করে যৌথবাহিনী। তল্লাশির সময় মাওবাদীরা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। যৌথবাহিনী পাল্টা জবাব দেয়। রাতভর চলা এই সংঘর্ষে ১৪ মাওবাদীর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ জানুয়ারি থেকে আন্তঃরাজ্য অভিযান চলছে। সোমবারের অভিযানে বিপুল অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে। ওড়িশা পুলিশের দাবি, নিহত মাওবাদীর সংখ্যা আরও বেশি হতে পারে।
সম্প্রতি ছত্তীসগঢ়ের বস্তারে মাওবাদীদের পাতা আইইডি বিস্ফোরণে আহত হয়েছিলেন কোবরা বাহিনীর দুই জওয়ান। মাওবাদীদের বিরুদ্ধে যৌথবাহিনীর লাগাতার অভিযান মাওবাদী কার্যকলাপ দমনে উল্লেখযোগ্য সাফল্য এনে দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।