Home খবর দেশ সংসদে ব্যাপক হট্টগোল, লোকসভার ৫ কংগ্রেস সদস্য, রাজ্যসভার তৃণমূল সদস্য ডেরেক ও’...

সংসদে ব্যাপক হট্টগোল, লোকসভার ৫ কংগ্রেস সদস্য, রাজ্যসভার তৃণমূল সদস্য ডেরেক ও’ ব্রায়েন সাসপেন্ড

0

খবর অনলাইন ডেস্ক: ‘অবাধ্য’ আচরণের জন্য তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য ডেরেক ও’ ব্রায়েন এবং লোকসভার ৫ কংগ্রেস সদস্যকে সাসপেন্ড করা হল। তাঁরা দুটি সভার শীতকালীন অধিবেশনে যোগ দিতে পারবেন না। সাসপেন্ড হওয়া পাঁচ কংগ্রেস এমপি হলেন টি এন প্রতাপন, হিবি ইডেন, ডিন কুরিয়াকোস, এস যতিমণি এবং রামিয়া হরিদাস।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দুটি কক্ষে সভা চলাকালীন ‘চেয়ারের (পরিচালক) নির্দেশের প্রতি চরম অশ্রদ্ধা’ দেখানোর ‘অপরাধে’ সংশ্লিষ্ট সদস্যদের সাসপেন্ড করা হয়েছে।    

বুধবার সংসদভবনের বাইরে এবং সংসদের সভাকক্ষে ধোঁয়া ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করার ঘটনা ঘটার পর বৃহস্পতিবার সংসদে দুই কক্ষেরই অধিবেশন বসে। কিন্তু অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাপক হই-হট্টগোল শুরু হয়ে যায়। এই পরিস্থিতিতে সংসদের দুটি কক্ষেই অধিবেশন মুলতুবি হয়ে যায়।

বৃহস্পতিবার লোকসভার অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিরোধীপক্ষ ও শাসকদলের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়ে যায়। একে অপরকে দোষারোপ করতে থাকে। বিজেপি এমপি প্রতাপ সিমহার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানাতে থাকেন বিরোধী পক্ষের সাংসদরা।

এ দিনের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গরহাজিরা নিয়ে প্রশ্ন তোলা হয়। গতকাল সংসদের নিরাপত্তা ভঙ্গের ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করা হয়। এমনকি এই ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে বিরোধীপক্ষ। সেই সময়ে সভা পরিচালনা করছিলেন বি মহতাব।

বিরোধীপক্ষের এই দাবি নিয়ে সভায় ব্যাপক হট্টগোল শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত পাঁচ কংগ্রেস এমপিকে সাসপেন্ড করার প্রস্তাব তোলেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি – “আপনার অনুমতি নিয়ে আমি এই প্রস্তাব আনছি: সভার চেয়ারের (পরিচালক) প্রতি টি এন প্রতাপন, হিবি ইডেন, এস যতিমণি, রামিয়া হরিদাস এবং ডিন কুরিয়াকোস যে চরম অশ্রদ্ধা দেখিয়েছেন, তা এই সভা যথেষ্ট গুরুত্বের সঙ্গে লক্ষ করেছে। এই অধিবেশনের বাকি ক’ দিনের জন্য উপরে উল্লিখিত সদস্যদের সভার পরিষেবা থেকে সাসপেন্ড করার প্রস্তাব আনছি।” বিরোধীপক্ষের বিপুল স্লোগানধ্বনির মধ্যেই এই ঘোষণা করেন মন্ত্রী।   

রাজ্যসভার এমপি ডেরেক ও’ ব্রায়েনকে চলতি অধিবেশনের বাকি ক’ দিনের জন্য সাসপেন্ড করার ঘটনা ঘটার পরেই লোকসভায় এই ঘটনা ঘটে।

আরও পড়ুন  

নিরাপত্তায় বড়সড় খামতি, লোকসভায় ধোঁয়া-তাণ্ডব! কী ভাবে ভিতরে ঢুকলেন ২ বহিরাগত 

বিজেপি সাংসদের অনুমোদিত প্রবেশপত্র নিয়েই লোকসভায় তাণ্ডব! কে এই প্রতাপ সিমহা?

সংসদ-কাণ্ডে ধৃত চার, ইউএপিএ ধারায় অভিযোগ, আজ তোলা হবে কোর্টে     

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version