Home খবর দেশ লোকসভা ভোট ঘোষণার আগেই ১০০ প্রার্থীর নাম প্রকাশ করতে চলেছে বিজেপি! তালিকায়...

লোকসভা ভোট ঘোষণার আগেই ১০০ প্রার্থীর নাম প্রকাশ করতে চলেছে বিজেপি! তালিকায় অনেক হেভিওয়েট

0

নয়াদিল্লি: শীঘ্রই লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করবে জাতীয় নির্বাচন কমিশন। তার আগেই, বিজেপি প্রার্থীদের একটি প্রথম তালিকা প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।

২০২৪ সালের লোকসভা ভোটকে সামনে রেখে বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ একটি বৈঠকে বসেছিলেন বিজেপির হেভিওয়েট নেতারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে ওই বৈঠক চলে শুক্রবার ভোররাত পর্যন্ত। সেই বৈঠকেই প্রার্থীতালিকায় থাকা ১০০ জনের নাম নিয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মতো হেভিওয়েটদের নাম রয়েছে ওই তালিকায়। সেই তালিকাটিই এ দিন প্রকাশ করা হতে পারে।

সূত্র উদ্ধৃত করে এনডিটিভি-র রিপোর্টে বলা হয়েছে, তৃতীয় মেয়াদে প্রত্যাবর্তনের প্রত্যাশা নিয়ে প্রার্থীতালিকায় কিছু কৌশলগত রদবদলও করা হয়েছে। কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোটের উপর চাপ বাড়াতে ভোট ঘোষণার আগেই প্রার্থীতালিকা প্রকাশ করে চমক দিতে পারে কেন্দ্রের শাসকদল। একদিকে যখন বিরোধী জোট এখনও পর্যন্ত আসন ভাগাভাগি নিয়েই ঐকমত্যে পৌঁছাতে পারেনি, সেখানে বিজেপি প্রার্থীতালিকা প্রকাশ করলে বাড়তি চাপের সৃষ্টি হতে পারে বলেই ধারণা করা হচ্ছে।

সূত্রের খবর, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, ছত্তীসগঢ় এবং রাজস্থানের পাশাপাশি মোদীর নিজের রাজ্য গুজরাতেরও বেশ কয়েকজন প্রার্থীর নাম প্রকাশ করা হতে পারে প্রথম ধাপে। এ ছাড়া কেরল, তেলঙ্গনার মতো যে রাজ্যগুলিতে বিজেপি ততটা শক্তিশালী নয়, সেখানকার কয়েকটি আসনও অন্তর্ভুক্ত থাকতে পারে।

প্রথমতালিকায় হেভিওয়েট নামগুলির মধ্যে থাকতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (বারাণসী, উত্তরপ্রদেশ), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (গান্ধীনগর), প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (লখনউ, উত্তরপ্রদেশ), বিমানমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (গুনা-শিবপুরী, মধ্যপ্রদেশ), সর্বানন্দ সোনওয়াল (ডিব্রুগড়, অসম) প্রমুখ।

আরও পড়ুন: ১০ দিনের পুলিশি হেফাজতে সন্দেশখালির শাহজাহান

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version