Home খবর দেশ ভারতের তিন দফা উদ্বেগ মেটানোর আশ্বাস চিনের, বৈঠকে জানালেন বিদেশমন্ত্রী ওয়াং ই

ভারতের তিন দফা উদ্বেগ মেটানোর আশ্বাস চিনের, বৈঠকে জানালেন বিদেশমন্ত্রী ওয়াং ই

India-china meet

ভারতের উদ্বেগ মেটাতে আশ্বাস দিল বেজিং। দিল্লিতে দুই দিনের সফরে এসে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করকে জানিয়েছেন, ভারতের তিনটি গুরুত্বপূর্ণ চাহিদা— বিরল খনিজ, সার এবং টানেল বোরিং মেশিনকে গুরুত্ব দিয়ে দেখেছ চিন। সূত্রের খবর, এই তিন ক্ষেত্রেই ভারতের উদ্বেগকে গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

সোমবার নয়াদিল্লিতে দুই দেশের বিদেশমন্ত্রীদের মধ্যে বৈঠক হয়। বৈঠকের শুরুতে জয়শঙ্কর জানান, আলোচনায় অর্থনীতি ও বাণিজ্য ছাড়াও তীর্থযাত্রা, মানুষে মানুষে যোগাযোগ, নদীর তথ্য ভাগাভাগি, সীমান্ত বাণিজ্য, সংযোগ এবং দ্বিপাক্ষিক বিনিময় নিয়ে আলোচনা হবে।

তিনি এও স্পষ্ট করেন, “ভারত-চিন উভয়েই বৃহৎ অর্থনীতি এবং প্রতিবেশী দেশ। তাই সম্পর্কের বিভিন্ন দিক আছে। কিন্তু এর মধ্যে যেন বাণিজ্যিক প্রতিবন্ধকতা ও অযথা রোডব্লক তৈরি না হয়।”

জুলাই মাসে চিন সফরের সময় জয়শঙ্কর যে উদ্বেগের বিষয়গুলি তুলেছিলেন, সেগুলি নিয়েই এবার অগ্রগতি হয়েছে বলে মনে করা হচ্ছে। বৈঠকে তিনি আরও বলেন, “ভারত-চিনের স্থিতিশীল ও গঠনমূলক সম্পর্ক শুধু দুই দেশের জন্যই নয়, গোটা বিশ্বের স্বার্থে জরুরি। পারস্পরিক সম্মান, স্বার্থ ও সংবেদনশীলতার ভিত্তিতেই তা গড়ে তোলা সম্ভব।”

একই সঙ্গে জয়শঙ্কর জোর দিয়ে বলেন, মতপার্থক্য যেন বিবাদে না গড়ায় এবং প্রতিযোগিতা যেন সংঘাতে রূপ না নেয়। এই সফরকে তিনি দুই দেশের সম্পর্ক পুনর্বিবেচনার সুযোগ হিসেবে দেখছেন।

চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই সোমবারই ভারতে পৌঁছেছেন এবং আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার কথা।

আরও পড়ুন: ধনখড়ের পর রাজ্যসভার বিজেপির বাছাই রাধাকৃষ্ণণ — জাট থেকে এ বার কি দক্ষিণে জোর?

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version