বুধবার বিকেলে মুম্বইয়ের করাঞ্জার কাছে নীলকমল ফেরি দুর্ঘটনায় জীবন বাঁচানোর দৃষ্টান্ত স্থাপন করলেন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF)-এর তিন সাহসী সদস্য। ফেরিটি নৌ-সেনার একটি স্পিডবোটের ধাক্কায় উল্টে যায়। ,তাতে ১০০ জনেরও বেশি যাত্রী ছিলেন।
CISF-এর টহলদারি নৌকা ‘শেরা ১’ ঠিক সেই সময় কাছাকাছি ছিল। দুর্ঘটনার মুহূর্তে জলে ঝাঁপিয়ে পড়ে মাত্র কয়েক মিনিটের মধ্যে ৩৫ জনকে উদ্ধার করেন এই তিনজন। তাদের দ্রুত ও নির্ভীক পদক্ষেপই নিশ্চিত করে যে বহু প্রাণ বাঁচানো সম্ভব হয়।
CISF-এর এক কর্মকর্তা জানিয়েছেন, “দুর্ঘটনার পরপরই আমরা SOS পাঠাই এবং সঙ্গে সঙ্গে জলে নেমে যাত্রীদের উদ্ধার শুরু করি। প্রথমে ৩৫ জনকে নিরাপদে তোলা হয়। পরে, অন্যান্য সংস্থার সহযোগিতায় মোট ৭২ জনকে বাঁচানো সম্ভব হয়।”
এই তিনজনের মধ্যে দু’জন জলে সাঁতার কেটে ডুবন্ত যাত্রীদের বাঁচান, এবং অন্যজন নৌকায় থেকে তাদের সাহায্য করেন। নিজেদের জীবনের ঝুঁকি নিয়েও তারা যাত্রীদের উদ্ধার করতে এক মুহূর্ত দেরি করেননি।
নৌ-সেনার মুখপাত্র জানান, “নৌ-সেনা, কোস্ট গার্ড এবং মেরিন পুলিশের যৌথ উদ্যোগে একটি বিশাল উদ্ধার অভিযান চালানো হয়। চারটি হেলিকপ্টার, ১১টি নৌযান এবং কোস্ট গার্ডের একটি বোটও এই অভিযানে অংশ নেয়।”
উদ্ধারকাজে CISF-এর ভূমিকা সম্পর্কে স্থানীয়রা প্রশংসায় পঞ্চমুখ। এক প্রত্যক্ষদর্শী বলেন, “CISF-এর সদস্যরা সঠিক সময়ে উপস্থিত না থাকলে প্রাণহানি আরও বাড়তে পারত।”
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us