Home খবর দেশ ঘূর্ণিঝড় ‘ফেনজল’-এর তাণ্ডবে তামিলনাড়ু ও পুদুচেরিতে বিপর্যস্ত, চেন্নাই বিমানবন্দরে বন্ধ উড়ান, মৃত...

ঘূর্ণিঝড় ‘ফেনজল’-এর তাণ্ডবে তামিলনাড়ু ও পুদুচেরিতে বিপর্যস্ত, চেন্নাই বিমানবন্দরে বন্ধ উড়ান, মৃত ২

পুদুচেরির রেনবো শহরের জল থৈ থৈ অবস্থা

তামিলনাড়ু এবং পুদুচেরি উপকূলে তাণ্ডব চালাল ঘূর্ণিঝড় ‘ফেনজল’। শনিবার দুপুরে পুদুচেরির কাছে এই ঘূর্ণিঝড়টি স্থলভাগে আঘাত হানে। প্রবল বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার কারণে চেন্নাই বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। শহরের বহু এলাকা প্লাবিত হয়ে পড়েছে। মৌসম ভবন জানিয়েছে, সকাল সাড়ে এগারোটার পর ঘূর্ণিঝড় ‘ফেনজল’ নিম্নচাপে পরিণত হবে।

বিমান ও ট্রেন পরিষেবা বিপর্যস্ত

চেন্নাইয়ে ঝড়ের প্রভাবে বিমান এবং ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। চেন্নাই বিমানবন্দরের একটি অংশ জলের নিচে চলে যায় এবং কয়েকশো যাত্রী উড়ান বাতিলের কারণে আটকে পড়েন। রবিবার সকাল ৪টা পর্যন্ত বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে। হায়দরাবাদ বিমানবন্দরেও প্রায় ২০টি উড়ান বাতিল হয়েছে।

স্কুল-কলেজ বন্ধ

তামিলনাড়ুর একাধিক জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। বহু মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। আশ্রয়কেন্দ্রগুলিতে রাখা হয়েছে ঝুঁকিপূর্ণ অঞ্চলের বাসিন্দাদের।

পুদুচেরিতে সতর্কবার্তা

পুদুচেরির প্রশাসন নীচু এলাকায় বসবাসকারী মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। বাসিন্দাদের সতর্ক করতে এসএমএস বার্তাও পাঠানো হয়েছে।

চেন্নাইয়ে প্রাণহানি

চেন্নাইয়ে বৃষ্টিজনিত ঘটনায় এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি এটিএম থেকে টাকা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা

আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে। তিন ফুট উঁচু ঢেউ উপকূলীয় এলাকাগুলিতে বন্যার ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘূর্ণিঝড় ‘ফেনজল’ শ্রীলঙ্কার উপকূল ছুঁয়ে যাওয়ার সময় অন্তত ১২ জনের মৃত্যু হয়, যার মধ্যে ৬ জন শিশু। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন চূড়ান্ত সতর্ক অবস্থায় রয়েছে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version