Home খবর দেশ কেজরীওয়ালকে জামিন দিল না দিল্লি হাই কোর্ট, ভরসা এখন সুপ্রিম কোর্ট

কেজরীওয়ালকে জামিন দিল না দিল্লি হাই কোর্ট, ভরসা এখন সুপ্রিম কোর্ট

তিহাড়েই থাকতে হবে কেজরিওয়ালকে, জামিনে স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট

নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির (আপ) আহ্বায়ক অরবিন্দ কেজরীওয়ালকে জামিন দিল না দিল্লি হাই কোর্ট। আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া কেজরীওয়ালকে আপাতত তিহাড় জেলেই থাকতে হবে।

বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত কেজরীওয়ালের জামিন মঞ্জুর করেছিল। তবে, ইডির আবেদনে সাড়া দিয়ে দিল্লি হাই কোর্ট শুক্রবার সেই জামিন স্থগিত রাখে। জরুরি ভিত্তিতে হাই কোর্ট ইডির মামলাটি শুনে জানায়, “ট্রায়াল কোর্টের এমন কোনও নির্দেশ দেওয়া উচিত হয়নি, যা হাই কোর্টের রায়ের বিপরীত।”

ইডি অভিযোগ করেছে, রাউস অ্যাভিনিউ আদালত বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন (পিএমএলএ)-এর ৪৫ নম্বর ধারা অনুযায়ী ইডির তরফে জমা দেওয়া নথিগুলির যথাযথ ভাবে মূল্যায়ন করেনি। ইডির আইনজীবী তথা কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু জানান, “একতরফা ভাবে জামিন দেওয়া হয়েছে আপ প্রধানকে।”

কেজরীওয়ালের আইনজীবীরা দাবি করেন, তদন্তকারী সংস্থা তাঁর মক্কেলের বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনের কোনও প্রমাণ দিতে পারেনি। কেজরীওয়াল দিল্লি হাই কোর্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন। তবে, সোমবার সুপ্রিম কোর্ট তাঁর আবেদন আগামী বুধবার পর্যন্ত স্থগিত করে দেয় এবং জানায়, “বুধবারের মধ্যে ইডির মামলায় দিল্লি হাই কোর্ট কোনও রায় দেয় কি না, তা দেখে নিতে চায় তারা।”

গত ২১ মার্চ কেজরীওয়ালকে আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করেছিল ইডি। যদিও তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি। লোকসভা নির্বাচনের আগে প্রচারের জন্য তাঁকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছিল। কিন্তু সেই মেয়াদ শেষ হলে তিনি আবার তিহাড় জেলে ফিরে যান।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version