Home খবর দেশ ‘আমাদের প্রিয় বন্ধু’, মনমোহন সিংহের প্রয়াণে গভীর শোকপ্রকাশ আমেরিকা, রাশিয়া ও চিনের

‘আমাদের প্রিয় বন্ধু’, মনমোহন সিংহের প্রয়াণে গভীর শোকপ্রকাশ আমেরিকা, রাশিয়া ও চিনের

0

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংহের প্রয়াণে গভীর শোক জ্ঞাপন করেছেন রাশিয়া, চিন এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিরা। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে এক “অসামান্য নেতা” হিসাবে উল্লেখ করে ভারতের উন্নয়ন ও আন্তর্জাতিক সম্পর্ক দৃঢ় করার ক্ষেত্রে তাঁর অবদানকে শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা।

ফরাসি দূতাবাস এক্স (আগের টুইটার)-এ পোস্ট করে জানায়, “তাঁর নেতৃত্ব ভারতের আন্তর্জাতিক অবস্থানকে মজবুত করেছে এবং ফ্রান্সের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করেছে।”

রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলিপভ এক্স-এ লেখেন, “ভারত এবং রাশিয়ার জন্য এটি এক গভীর শোকের মুহূর্ত। ড. মনমোহন সিংহের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে অবদান অপরিসীম। একজন অর্থনীতিবিদ এবং ভারতের উন্নয়নের প্রতি তাঁর অঙ্গীকার সবসময়ই প্রশংসনীয়।”

মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি লিখেছেন, “ড. মনমোহন সিংহের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্কে এক নতুন অধ্যায় শুরু হয়েছিল। ভারতের উন্নয়ন ও সমৃদ্ধির প্রতি তাঁর নিষ্ঠা আমাদের প্রেরণা জোগায়।”

চিনের রাষ্ট্রদূত জু ফেইহং বলেন, “ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংহের প্রয়াণে আমি গভীর ভাবে শোকাহত। তিনি একজন অসামান্য নেতা, যাঁকে ভারতের জনগণ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা।”

ফরাসি দূতাবাস আরও জানিয়েছে, “ড. মনমোহন সিংহের মানবিকতা ও উন্নয়নের প্রতি নিষ্ঠা বিশ্ব জুড়ে প্রশংসিত। তাঁর নেতৃত্ব আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে ড. মনমোহন সিংহ ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ছিলেন ভারতের অর্থনৈতিক সংস্কারের স্থপতি এবং তাঁর নেতৃত্ব ভারতের আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি পেয়েছিল।

আরও পড়ুন: ইলিশের স্বাদ নিতে খাদ্যাভ্যাসও ভাঙতে রাজি ছিলেন কঠোর নিরমিষভোজী মনমোহন সিংহ

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version