টাটা গ্রুপের মালিকানাধীন অসামরিক বিমান পরিবহণ সংস্থা এয়ার ইন্ডিয়া বিমান যাত্রীদের সুবিধার কথা ভেবে অভিনব উপায় বের করেছে। এ বার দেশের মধ্যে যাতায়াতকারী অভ্যন্তরীণ বিমান রুটেও মাঝ আকাশে চলন্ত বিমানের মধ্যে যাত্রীরা ফোনে ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবেন। তা-ও আবার সম্পূর্ণ বিনা খরচে এই বিশেষ সুবিধা মিলবে। এয়ার ইন্ডিয়া দেশের মধ্যে প্রথম বিমান সংস্থা যারা ডোমেস্টিক রুটেও বিনামূল্যে ওয়াইফাই সুবিধা দেবে।
এয়ার ইন্ডিয়ার চিফ কাস্টমার এক্সপেরিয়েন্স অফিসার রাজেশ ডোগরা জানান, আধুনিক কর্মব্যস্ত জীবনে যাতায়াতের সময় কানেক্টিভিটি হল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ডোমেস্টিক রুটে যাত্রীরা কেউ বেড়াতে কেউ আবার কাজকর্মের জন্য বিমানে যাতায়াত করা সুবিধাজনক বলে মনে করেন। অনেকে রিয়েল টাইম শেয়ারিংয়ের সুবিধা চান। তাই ভারতের মধ্যে যাতায়াতের সময় এয়ার ইন্ডিয়া বিনামূল্যে ওয়াইফাই সুবিধা দেবে। যাত্রীরা চলন্ত বিমানের মধ্যে এই সুবিধা পাবেন।
এয়ার ইন্ডিয়ার তরফে বলা হয়েছে, ডোমেস্টিক রুটে এয়ারবাস এ৩৫০, বোয়িং ৭৮৭-৯, নির্দিষ্ট এয়ারবাস এ৩২১ নিও এয়ার ইন্ডিয়ার বিমানে মিলবে বিনামূল্যে ওয়াইফাই সুবিধা। ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোনে ওয়াইফাই সুবিধা মিলবে। আইওএস আর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে মিলবে এই বিশেষ পরিষেবা। মাটি থেকে ১০ হাজার ফুট ওপরে চলন্ত বিমানে একাধিক বৈদ্যুতিক যন্ত্রে যাত্রীরা ওয়াইফাই সুবিধা পাবেন।
আন্তর্জাতিক বিমান রুটে নিউইয়র্ক, লন্ডন ও সিঙ্গাপুর যাতায়াতকারী এয়ারবাস এ৩৫০, নির্দিষ্ট এয়ারবাস এ৩২১ নিও, বোয়িং বি৭৮৭-৯ বিমানে বিনামূল্যে ওয়াইফাই সুবিধা মেলে। আপাতত ডোমেস্টিক রুটেও বিনামূল্যে ওয়াইফাই সুবিধা দেবে এয়ার ইন্ডিয়া।