অরূপ চক্রবর্তী, গুয়াহাটি
গুয়াহাটির মালিগাঁওয়ে হৃদয়বিদারক দুর্ঘটনা। ঘুমের মধ্যে চার্জে থাকা মোবাইল ও ট্যাবলেট বিস্ফোরণে প্রাণ হারালেন মা ও মেয়ে। ঘটনায় গুরুতর আহত বাবা।
গুয়াহাটির মালিগাঁও এলাকার কামাক্ষ্যা নগরের বাই লেন ৪-এ এক ভয়ঙ্কর দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শর্মিষ্ঠা চক্রবর্তী ও তাঁর কন্যা দীপশিখা চক্রবর্তী ঘুমোচ্ছিলেন, সেই সময় ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। ঘরের ভিতরে এসি চলছিল, সঙ্গে চার্জে ছিল মোবাইল ফোন ও ট্যাবলেট—যা বিছানাতেই রাখা ছিল। আচমকাই শর্ট সার্কিট থেকে ঘটে বিস্ফোরণ, মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন।
দু’জনেরই মৃত্যু হয় ঘটনাস্থলেই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধার করে তাঁদের দেহ। পাশাপাশি গুরুতর আহত হন পরিবারের কর্তা সুব্রত চক্রবর্তী। তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয় গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (জিএমসিএইচ)। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।
কী কারণে ঘটল বিস্ফোরণ?
প্রাথমিক তদন্তে অনুমান, চার্জে থাকা মোবাইল ফোন ও ট্যাবলেট থেকে শর্ট সার্কিট হয়, যার ফলে ডিভাইস দুটি বিস্ফোরিত হয়। সেইসঙ্গে এসি চলছিল বলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পুরো বাড়ি কুণ্ডলী পাকিয়ে ধোঁয়ায় ঢেকে যায় বলে জানান প্রতিবেশীরা।
এলাকা জুড়ে শোকের ছায়া
মালিগাঁওয়ের বাসিন্দাদের অনেকেই এমন দুর্ঘটনায় শোকাহত। প্রতিবেশীরা জানান, “শর্মিষ্ঠা ও দীপশিখা খুবই ভদ্র এবং শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। এমন দুর্ঘটনা মেনে নেওয়া যায় না।”
সতর্কবার্তা
বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে দেন—মোবাইল বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস চার্জে দিয়ে কখনও বিছানায় না রাখার জন্য। বিশেষ করে রাতে ঘুমোবার সময় এগুলি চার্জে রাখা বিপজ্জনক হতে পারে। এই দুর্ঘটনা আবারও সেই সতর্কতার গুরুত্ব মনে করিয়ে দিল।