Home খবর দেশ নিট ইস্যুতে লাগাতার প্রতিবাদ কর্মসূচি ইন্ডিয়া জোটের, সংসদে দুই কক্ষে সরব হবে...

নিট ইস্যুতে লাগাতার প্রতিবাদ কর্মসূচি ইন্ডিয়া জোটের, সংসদে দুই কক্ষে সরব হবে বিরোধীরা

নিট ইস্যুতে লাগাতার প্রতিবাদ কর্মসূচি ইন্ডিয়া জোটের

নয়া দিল্লি: গোটা দেশে নিট পরীক্ষায় প্রশ্নফাঁস ও দুর্নীতি নিয়ে উত্তাল পরিস্থিতির মধ্যে এবার সংসদে এই ইস্যুতে সরব হতে চলেছে ইন্ডিয়া জোট। শুক্রবার সংসদের দুই কক্ষে নিট ইস্যুতে মুলতুবি প্রস্তাব আনবে বিরোধী জোট। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে অনুষ্ঠিত ইন্ডিয়া জোটের বৈঠকে।

বৃহস্পতিবার কংগ্রেস সভাপতির বাসভবনে ইন্ডিয়া জোটের বৈঠকে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তৃণমূলের পক্ষ থেকে বৈঠকে যোগ দেন ডেরেক ও’ব্রায়েন এবং কাকলি ঘোষ দস্তিদার। বৈঠকে জোটের সদস্যরা সিদ্ধান্ত নেন যে নিট ইস্যুতে লাগাতার বিরোধিতা করা হবে। পাশাপাশি মুদ্রাস্ফীতি, বেকারত্ব, ইডি এবং সিবিআইয়ের অপব্যবহার নিয়েও সংসদে সক্রিয় থাকবেন তাঁরা।

শুক্রবার সংসদের দুই কক্ষে নিট ইস্যুতে মুলতুবি প্রস্তাব পেশ করবে ইন্ডিয়া জোট। অধিবেশন শুরুর আগে সকাল সাড়ে দশটায় সংসদ চত্বরে জমায়েত হবেন জোটের সাংসদরা। গান্ধী মূর্তির পাদদেশে নিট ইস্যুতে প্রতিবাদ করবেন তাঁরা।

বৃহস্পতিবার সংসদের যৌথ কক্ষে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, “সর্বভারতীয় নিট পরীক্ষায় প্রশ্নফাঁস দুর্নীতি সামনে এসেছে। এই বিষয়ে আমাদের দলমত নির্বিশেষে ব্যবস্থা নিতে হবে।” রাষ্ট্রপতির এই বক্তব্যের পরই ইন্ডিয়া জোটের পক্ষ থেকে সংসদে মুলতুবি প্রস্তাব আনার সিদ্ধান্ত নেওয়া হয়।

নিট ইস্যু ছাড়াও সংসদে মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর অপব্যবহার নিয়েও সুর চড়াবে ইন্ডিয়া জোট। ঝাড়খণ্ড এবং দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেপ্তার এবং বাংলার দুই মন্ত্রীর গ্রেপ্তারের বিষয়গুলিও উত্থাপন করা হবে সংসদে। এছাড়া রাষ্ট্রপতির ভাষণ এবং স্পিকার নির্বাচনের পদ্ধতি নিয়েও বিরোধিতা করবে ইন্ডিয়া জোট।

শুক্রবারের পর আগামী সোমবারও নিট ইস্যুতে প্রতিবাদ চালিয়ে যাবে ইন্ডিয়া জোট। বিরোধী দলগুলো একত্রিত হয়ে নিট দুর্নীতি নিয়ে কার্যকর পদক্ষেপের দাবি জানাবে। তাঁদের দাবি, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি বন্ধে সরকারের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

এই পরিস্থিতিতে সংসদ চত্বরে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version