Home খবর দেশ সাধারণতন্ত্র দিবস ২০২৫: প্যারেডে প্রধান অতিথি হতে পারেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো

সাধারণতন্ত্র দিবস ২০২৫: প্যারেডে প্রধান অতিথি হতে পারেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো

0

এ বারের সাধারণতন্ত্র দিবস উদযাপনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। একই সঙ্গে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এ বছরের সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি সম্পর্কে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি কেন্দ্র।

রিপোর্ট অনুযায়ী, সুবিয়ান্তো নিজের ভারত সফরের পর পাকিস্তান সফরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু নয়াদিল্লির উদ্বেগের কারণে সেই সফর স্থগিত হয়েছে। জানা গেছে, তাঁর সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুবিয়ান্তোর সঙ্গে বিস্তৃত আলোচনা করবেন।

বছরভিত্তিক সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি

প্রতি বছর সাধারণতন্ত্র দিবস উদযাপনে ভারত বিশ্ব নেতাদের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানায়। সাম্প্রতিক বছরগুলোতে:

  • ২০২৪ সালে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ছিলেন প্রধান অতিথি।
  • ২০২৩ সালে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি এই অনুষ্ঠানে অংশ নেন।
  • ২০২১ এবং ২০২২ সালে কোভিড-১৯ মহামারির কারণে কোনো প্রধান অতিথি ছিলেন না।
  • ২০২০ সালে ব্রাজিলের তৎকালীন প্রেসিডেন্ট জাইর বোলসোনারো প্রধান অতিথি ছিলেন।
  • ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এবং ২০১৮ সালে আসিয়ানভুক্ত ১০টি দেশের নেতারা একসঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে ছিলেন:

  • ২০১৭ সালে আবু ধাবির ক্রাউন প্রিন্স শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
  • ২০১৬ সালে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ।
  • ২০১৫ সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
  • ২০১৪ সালে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে।
  • ২০১৩ সালে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।

অন্যান্য উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে ছিলেন নেলসন ম্যান্ডেলা (১৯৯৫), ভ্লাদিমির পুতিন (২০০৭), নিকোলাস সারকোজি (২০০৮) এবং ইন্দোনেশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট সুশিলো বামবাং যুধয়োনো (২০১১)।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version