খবরঅনলাইন ডেস্ক: চাঁদের ভূপৃষ্ঠ থেকে আর মাত্র ৭০ কিমি দূরে রয়েছে ‘চন্দ্রযান ৩’। ‘চন্দ্রযান ৩’ অভিযানের আরও ছবি পাঠিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। চাঁদের মাটি ছোঁয়ার সময় বিক্রম ল্যান্ডারকে গাইড করার কাজ যে ক্যামেরাকে দেওয়া হয়েছে, সেই ক্যামেরাই ছবি তুলে পাঠাচ্ছে।
ইসরো জানিয়েছে, শনিবার ‘চন্দ্রযান ৩’ চাঁদের মাটি থেকে ৭০ কিমি উচ্চতায় থাকার সময় ‘ল্যান্ডার পজিশন ডিটেকশন ক্যামেরা’ (এলপিডিসি) এই ছবি তুলেছে। ওই ছবিতে চাঁদের কিছু ক্রেটারও দেখা যাচ্ছে।
ইসরো জানিয়েছে, ‘চন্দ্রযান ৩’ অভিযানের সব কিছু পরিকল্পনামাফিক চলছে। মহাকাশযানের সব ব্যবস্থা ঠিকঠাক কাজ করছে। এগুলির নিয়মিত পরীক্ষানিরীক্ষা চলছে। খুব স্বাভাবিক ছন্দে ‘চন্দ্রযান ৩’ তার লক্ষ্যপূরণ করার দিকে এগিয়ে চলেছে। ‘মিশন অপারেশন কমপ্লেক্স’ (এমওএক্স) উত্তেজনা আর উদ্যমে টগবগ করে ফুটছে।
সব কিছু ঠিকঠাক চললে বুধবার ভারতীয় সময় সন্ধে ৬টা ৪ মিনিটে ‘চন্দ্রযান ৩’ চাঁদের ভূমি স্পর্শ করবে। এই ভূমিস্পর্শের লাইভ টেলিকাস্ট শুরু হবে বিকেল ৫টা ২০ মিনিট থেকে।
ভারতের ‘চন্দ্রযান ৩’ অভিযান সফল হলে তারাই হবে চতুর্থ দেশ যারা সফল চন্দ্রাভিযান চালাল। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চিন চাঁদে সফল অভিযান চালাতে পেরেছে।