কমিশন সূত্রে খবর, বিকেল ৫টা পর্যন্ত দেশের সাত রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটদানের গড় হার ছিল ৫৮.৩৪ শতাংশ। সপ্তম দফার ভোটদানে পশ্চিমবঙ্গ এগিয়ে রয়েছে। এর পরেই রয়েছে হিমাচল প্রদেশ, যেখানে ভোটদানের হার ৬৬.৫৬ শতাংশ। সবচেয়ে কম ভোটদানের হার দেখা গেছে বিহারে, মাত্র ৪৮.৮৬ শতাংশ।
পশ্চিমবঙ্গ
সপ্তম দফায় বিকেল ৫টা পর্যন্ত বাংলার ন’টি আসনে ভোটদানের হার ছিল ৬৯.৮৯ শতাংশ। বসিরহাট কেন্দ্রটি ভোটদানের হারে শীর্ষে রয়েছে, এখানে ভোট পড়েছে ৭৬.৫৬ শতাংশ। কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ কেন্দ্রে যথাক্রমে ৫৯.২৩ শতাংশ এবং ৬০.৮৮ শতাংশ ভোট পড়েছে।
দুপুর ৩টা পর্যন্ত ভোটদান
দুপুর ৩টা পর্যন্ত বাংলার নয় আসনে ভোটদানের হার ছিল ৫৮.৪৬ শতাংশ। বসিরহাট কেন্দ্রেই তখনও এগিয়ে ছিল, যেখানে ভোটদান হয়েছিল ৬৬.৭৬ শতাংশ। কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ কেন্দ্রে যথাক্রমে ৫১.২২ শতাংশ এবং ৫০.৬১ শতাংশ ভোট পড়েছিল।
অন্যান্য রাজ্য
হিমাচল প্রদেশে ভোটদানের হার ছিল ৬৬.৫৬ শতাংশ, যা দ্বিতীয় সর্বোচ্চ। অন্যদিকে বিহারে সবচেয়ে কম, মাত্র ৪৮.৮৬ শতাংশ ভোটদান হয়েছে।
দুপুর ৩টা থেকে বিকেল ৫টার মধ্যে বাংলায় ভোটদানের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। দুপুর ৩টায় যেখানে মোট ভোটদানের হার ছিল ৫৮.৪৬ শতাংশ, তা বিকেল ৫টায় গিয়ে দাঁড়ায় ৬৯.৮৯ শতাংশে। বসিরহাট কেন্দ্রে দুপুর ৩টা পর্যন্ত ৬৬.৭৬ শতাংশ ভোটদান হলেও বিকেলে তা বৃদ্ধি পেয়ে ৭৬.৫৬ শতাংশে পৌঁছায়। কলকাতা উত্তর ও দক্ষিণ কেন্দ্রেও ভোটদানের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
আরও পড়ুন
৪৫ ঘণ্টার ধ্যান শেষে বিবেকানন্দ রক থেকে বেরোলেন মোদী
ইন্ডিয়া জোট ২৯৫টি আসন পাচ্ছেই, দাবি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগের