Home খবর দেশ শহরের ৩৪টি গাড়িতে মানববোমা বসানো আছে, জঙ্গি হুমকিতে মুম্বইয়ে কড়া নিরাপত্তা

শহরের ৩৪টি গাড়িতে মানববোমা বসানো আছে, জঙ্গি হুমকিতে মুম্বইয়ে কড়া নিরাপত্তা

Mumbai Poilce
ফাই থি

গণেশ উৎসবের ফাইনালের আগে আতঙ্কের ছায়া মুম্বইয়ে। শহরের ট্রাফিক পুলিশের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে হুমকি বার্তা পাঠানো হয়েছে। বার্তায় দাবি করা হয়েছে, শহরের ৩৪টি গাড়িতে মানববোমা বসানো হয়েছে, বিস্ফোরণে গোটা মুম্বই কেঁপে উঠবে।

সূত্রের খবর, হুমকি বার্তায় আরও জানানো হয়েছে—‘লস্কর-ই-জিহাদি’ নামের সংগঠন এই হামলার পিছনে রয়েছে। বার্তায় দাবি করা হয়েছে, ইতিমধ্যেই ১৪ জন পাকিস্তানি জঙ্গি ভারতে ঢুকে পড়েছে এবং হামলায় ব্যবহৃত হতে পারে প্রায় ৪০০ কেজি আরডিএক্স।

বৃহস্পতিবার রাতে বার্তাটি আসার পরই নড়েচড়ে বসেছে প্রশাসন। ক্রাইম ব্রাঞ্চ তদন্ত শুরু করেছে। অ্যান্টি-টেররিজম স্কোয়াড (ATS) ও অন্যান্য কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাকেও জানানো হয়েছে।

এদিকে, শনিবার গণেশ উৎসবের দশম দিনে শহরে নামবে কয়েক লক্ষ ভক্ত। ভিড় সামলাতে ও সম্ভাব্য হামলা রুখতে সংবেদনশীল এলাকাগুলিতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। শুরু হয়েছে কম্বিং অপারেশন।

মুম্বই পুলিশ জানিয়েছে, আতঙ্ক নয়—সতর্ক থাকতে হবে। গুজবে কান না দিয়ে কোনও সন্দেহজনক কিছু চোখে পড়লে তা দ্রুত জানাতে হবে পুলিশকে। শান্তিপূর্ণভাবে উৎসব পালনের জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেই আশ্বাস দিয়েছে প্রশাসন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version